অর্থমন্ত্রী বলেন, টাকার ধর্ম আছে !

Home Page » জাতীয় » অর্থমন্ত্রী বলেন, টাকার ধর্ম আছে !
শুক্রবার ● ১০ জুন ২০২২


 ফাইল ছবি-আ হ ম মুস্তফা কামাল

বঙ্গ-নিউজ:: ২০২২-২০২৩ অর্থবছরের বাজেটে দেশ থেকে বিভিন্ন উপায়ে পাচার হওয়া অর্থ বৈধ করার প্রস্তাব দিয়েছেন অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল। এ নিয়ে সমালোচনা হচ্ছে বেশ। বিষয়টি নিয়ে সাংবাদিকদের প্রশ্নের মুখোমুখি হয়ে অর্থমন্ত্রী বলেন, টাকার ধর্ম আছে, যেখানে সে বেশি সুযোগ-সুবিধা পায়, সেখানেই চলে যায়।

আজ রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে বাজেট পরবর্তী সংবাদ সম্মেলনে এই মন্তব্য করেন অর্থমন্ত্রী। অর্থপাচারকে স্বাভাবিক ঘটনা উল্লেখ করে তিনি বলেন, যেখানে তুলনামূলক বেশি সুখ-বিলাসিতা, টাকা সেখানে যাবেই। এটা অস্বাভাবিক কিছু নয়। আমাদের চেষ্টা থাকবে যতদূর সম্ভব, সেই অর্থ ফিরিয়ে আনা।

‘কোভিডের অভিঘাত পেরিয়ে উন্নয়নের ধারাবাহিকতায় প্রত্যাবর্তন’ শিরোনামে গতকাল বৃহস্পতিবার ২০২২-২০২৩ অর্থবছরের বাজেট পেশ করেন অর্থমন্ত্রী। সেখানে তিনি জানান, কর দিয়ে কেউ যদি পাচার হওয়া অর্থ বৈধ করে, তাহলে আয়কর কর্তৃপক্ষসহ সংশ্লিষ্ট কোনো পক্ষ ওই অর্থের ব্যাপারে প্রশ্ন তুলতে পারবে না।

মুস্তফা কামাল বলেন, পৃথিবীর অনেক দেশেই পাচার হওয়া অর্থ ফিরিয়ে আনার এমন রীতি রয়েছে। এর মাধ্যমে আমরা টাকাগুলো উদ্ধার করতে চাই। এটা সাধারণ ক্ষমা ঘোষণার মতো। নির্দিষ্ট পরিমাণ ট্যাক্স দিয়ে বিদেশে থাকা অর্থ দেশে ফিরিয়ে আনতে পারবেন পাচারকারীরা। এক্ষেত্রে তাদেরকে কোনো ধরনের হয়রানির শিকার হতে হবে না।

বাংলাদেশ সময়: ২১:২৫:০৩ ● ৫২১ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ