মাঙ্কিপক্সে আক্রান্ত কোনো রোগীর অস্তিত্ব নেই:স্বাস্থ্য মন্ত্রণালয়

Home Page » জাতীয় » মাঙ্কিপক্সে আক্রান্ত কোনো রোগীর অস্তিত্ব নেই:স্বাস্থ্য মন্ত্রণালয়
মঙ্গলবার ● ৭ জুন ২০২২


স্বাস্থ্য অধিদপ্তর

বঙ্গ-নিউজ:  দেশে মাঙ্কিপক্স আক্রান্ত এক রোগীকে হাসপাতালে ভর্তি করা হয়েছে, এমন সংবাদ ছড়িয়ে পড়ার পর স্বাস্থ্য মন্ত্রণালয় থেকে একটি সংবাদ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়। আজ বিকেলে গণমাধ্যমে পাঠানো এই বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, দেশে মাঙ্কিপক্স আক্রান্ত কোনো রোগীর অস্তিত্ব নেই।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, লক্ষ্য করা যাচ্ছে কোনো কোনো সংবাদ পোর্টাল এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে দেশে মাঙ্কিপক্স আক্রান্ত রোগী পাওয়া গেছে বলে তথ্য দেওয়া হচ্ছে। এটা সঠিক নয়। দেশে এই মুহূর্তে মাঙ্কিপক্স আক্রান্ত কোনো রোগী নেই। ভবিষ্যতে আক্রান্তের ঘটনা ঘটলে তা প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে জানানো হবে।

এর আগে আজ মঙ্গলবার দুপুরে মাঙ্কিপক্স আক্রান্ত সন্দেহে এক ব্যক্তিকে মহাখালী সংক্রামক ব্যাধি হাসপাতালে ভর্তি করা হয়। আকসি আলতে নামের ওই তুর্কি নাগরিক তার্কিশ এয়ারলাইন্সের একটি ফ্লাইটে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেন। তারপর দ্রুত তাকে হাসপাতালে ভর্তি করা হয়।

বাংলাদেশ সময়: ২০:৩৩:২৩ ● ৬৩৮ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ