বীর মুক্তিযোদ্ধা সুধীর সরকার আর নেই

Home Page » সারাদেশ » বীর মুক্তিযোদ্ধা সুধীর সরকার আর নেই
শনিবার ● ৪ জুন ২০২২


সুধীর সরকার (৭০)স্টাফ রিপোর্টার,বঙ্গ-নিউজ :সুনামগঞ্জ জেলার  মধ্যনগর উপজেলার  সদর ইউনিয়নের  জমশেরপুর গ্রামের বীর মুক্তিযোদ্ধা ও উপজেলা আওয়ামী লীগের মুক্তিযুদ্ধ বিষয়ক সম্পাদক  সুধীর চন্দ্র সরকার(৭০)আর নেই।শনিবার (৪ জুন) রাত পৌনে  ১০ টার দিকে অসুস্থতাজনিত কারনে মধ্যনগর বাজারে চিকিৎসার জন্য নিয়ে আসলে  শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।বিগত কয়েকদিন আগে স্ট্রোক জনিত কারনে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা চিকিৎসা নিয়ে সু্স্থ হয়ে বাড়িতে অবস্থান করছিলেন।মৃত্যুকালে তিনি স্ত্রী,দুই ছেলে ও দুই কণ্যা সন্তানসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।

রোববার(৫ জুন) সকালে বীর মুক্তিযোদ্ধা সুধীর সরকারে নিজ বাড়িতে রাষ্টীয় সম্মাননা শেষে শেষকৃত্যের কাজ সম্পন্ন করা হবে।

ধর্মপাশা উপজেলা নির্বাহী কর্মকর্তা মুনতাসির হাসান বলেন, বীর মুক্তিযোদ্ধা সুধীর সরকারের মৃত্যু আমরা গভীরভাবে শোকাহত।তার বিদেহী আত্নার শান্তি শান্তি কামনা করছি।

বাংলাদেশ সময়: ২৩:৩৪:৫১ ● ৪৬২ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ