আপনারা আল্লাহর মেহমান: হাজীদের উদ্দেশে প্রধানমন্ত্রী

Home Page » জাতীয় » আপনারা আল্লাহর মেহমান: হাজীদের উদ্দেশে প্রধানমন্ত্রী
শুক্রবার ● ৩ জুন ২০২২


ফাইল ছবি- প্রধানমন্ত্রী শেখ হাসিনা

বঙ্গ-নিউজ:  ১৪৪৩ হিজরি বর্ষের হজ কার্যক্রমের উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আজ  রাজধানীর আশকোনা হজ অফিসে এই উদ্বোধন সম্পন্ন হয়। এ সময় গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে যুক্ত হয়ে হাজীদের উদ্দেশে প্রধানমন্ত্রী বলেন, আপনারা আল্লাহর মেহমান, আমাদের জন্য দোয়া করবেন।

প্রধানমন্ত্রী তার বক্তব্যে আরও বলেন, হজ ব্যবস্থাপনাকে আরও সহজ ও উন্নত করতে আমরা সর্বাত্মক চেষ্টা করেছি। আশাকরি, ইবাদত-বন্দেগীতে আপনাদের কোনো সমস্যা হবে না। কাবা শরিফে গিয়ে বাংলাদেশের জন্য দোয়া করবেন, যেন আমরা আরও সমৃদ্ধ হয়ে বিশ্বের বুকে মাথা তুলে দাঁড়াতে পারি।

হাজীদের উদ্দেশে প্রধানমন্ত্রী বলেন, করোনার পর এবার মাঙ্কিপক্স নিয়ে আলোচনা হচ্ছে। আপনারা সাবধানে থাকবেন। সৌদি আরব সরকারের আইন এবং হজের নিয়ম-কানুন যথাযথভাবে মেনে চলার চেষ্টা করবেন। বিদেশের মাটিতে যাতে আমাদের কোনো বদনাম না হয়, সেদিকে লক্ষ্য রাখতে হবে।

বাংলাদেশ সময়: ২০:১৯:১৩ ● ৭৪৫ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ