উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে দ্বিতীয় দফায় ডুবে যায় সুনামগঞ্জের মধ্যনগর উপজেলার হাওরের ইরি-বোরো ফসল।এই ফসল তলিয়ে যাওযার পর কৃষকের শেষ সম্বল হারিয়ে মরার উপর খাড়ার ঘা হয়ে দাঁড়িয়েছে।
ঋণের বোঝা আর সারা বছরের খাবার সংগ্রহের চিন্তা মাথায় নিয়ে পানির নিচে ডুবে যাওয়া ধান আটি টেনে সংগ্রহ করছেন কৃষকেরা।
যদিও এতে পঁচাগলা ধান কিছুটা হলেও সংগ্রহ হবে । কৃষকের শেষ ভরসা এখন সামান্য এই পচাগলা ধান। আর মনে বিপদের আশংকা , সামনের দিনগুলি তাদের কীভাবে যাবে ?
মধ্যনগর থেকে স্টাফ রিপোর্টার আল আমিন আহমেদ সালমানের প্রতিবেদন, বঙ্গনিউজ স্টুডিও ডেস্কে সাদিয়া রহমান মিথিলা