টেস্টের প্রথম সেশনে দিশেহারা বাংলার টাইগাররা

Home Page » ক্রিকেট » টেস্টের প্রথম সেশনে দিশেহারা বাংলার টাইগাররা
সোমবার ● ২৩ মে ২০২২


ফাইল ছবি

বঙ্গনিউজ খেলার খবর:

মিরপুরে লঙ্কানদের আগুনে বোলিং এলোমেলো করে দিয়েছে বাংলাদেশের ব্যাটারদের। বিপর্যয় নেমেছে টাইগার ব্যাটিং লাইনআপে। দিনের দ্বিতীয় বলে থেকেই শুরু হয়েছে আসা-যাওয়ার মিছিল। শ্রীলঙ্কার দুই পেসার কাসুন রাজিথা ও আসিথা ফার্নান্দোর বোলিং তোপে চোখে সর্ষেফুল দেখছে মুমিনুল দকের দল।

দুই ওপেনার মাহমুদুল হাসান জয় ও তামিম ইকবাল রানের খাতা খোলার আগেই ফিরেছেন। এরপর মুমিনুল হক (৯ বলে ৯), নাজমুল হোসেন শান্ত (২১ বলে ৮) ও সাকিব আল হাসান কোন রান না করেই ফিরে গেছেন।

সব মিলিয়ে প্রথম সেশন পুরোটাই শ্রীলঙ্কার। দ্বিতীয় ঘণ্টায় স্বাগতিকরা প্রতিরোধ পেয়েছে লিটন ও মুশফিকের ব্যাটে। ৪২ রানের অবিচ্ছিন্ন জুটিতে দলকে আর বিপদে ফেলেননি দুই ডানহাতি ব্যাটসম্যান। আপাতত বাংলাদেশ কঠিন পরিস্থিতিতেই আছে।
এর আগে সকালে টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছিলেন বাংলাদেশ অধিনায়ক মুমিনুল হক।

বাংলাদেশ সময়: ১৩:০৩:১২ ● ৪০৬ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ