জাতিসংঘকে শেখ হাসিনার চার প্রস্তাব

Home Page » জাতীয় » জাতিসংঘকে শেখ হাসিনার চার প্রস্তাব
শনিবার ● ২১ মে ২০২২


গ্লোবাল ক্রাইসিস রেসপন্স গ্রুপের বৈঠকে ভাষণ দিচ্ছেন প্রধানমন্ত্রী

বঙ্গ-নিউজ:  দুই বছরেরও বেশি সময় ধরে প্রাণঘাতী করোনার ধাক্কার পর শুরু হলো রাশিয়া-ইউক্রেন যুদ্ধ। এই পরিস্থিতিতে যে বৈশ্বিক সংকট তৈরি হয়েছে, তা নিরসনে জাতিসংঘকে চারটি প্রস্তাব দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। গতকাল শুক্রবার ‘গ্লোবাল ক্রাইসিস রেসপন্স গ্রুপ’-এর উচ্চ পর্যায়ের প্রথম বৈঠকে ভাষণ দিতে গিয়ে এসব পরামর্শ দেন তিনি।

ভার্চুয়াল এই বৈঠকে গণভবন থেকে যুক্ত হন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তার চারটি প্রস্তাব ছিল- ১. বিশ্বব্যাপী সংহতি জোরদার করতে একটি সু-সমন্বিত প্রচেষ্টা গ্রহণ করতে হবে। ২. সকল প্রকার সরবরাহে বাধা দূর করতে হবে। ৩. কৃষি খাতে প্রযুক্তির ব্যবহার ও বিনিয়োগ বাড়াতে হবে। ৪. বেসরকারি খাতকে আরও চাঙ্গা করতে হবে।

বৈশ্বিক সংকট মোকাবেলায় জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেস গঠন করেন গ্লোবাল ক্রাইসিস রেসপন্স গ্রুপ। গতকাল অনুষ্ঠিত এই গ্রুপের উচ্চ পর্যায়ের বৈঠকে সভাপতিত্ব করেন তিনি। এমন সময়োপযোগী উদ্যোগের জন্য গুতেরেসকে ধন্যবাদ জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

বাংলাদেশ সময়: ২১:১৩:১৬ ● ৪৪৯ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ