মধ্যনগরে বঙ্গবন্ধু গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট

Home Page » সারাদেশ » মধ্যনগরে বঙ্গবন্ধু গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট
বৃহস্পতিবার ● ১৯ মে ২০২২


মধ্যনগরে বঙ্গবন্ধু গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টস্টাফ রিপোর্টার, বঙ্গ-নিউজ:সুনামগঞ্জ জেলার মধ্যনগর উপজেলায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতীয় গোল্ডকাপ  ফুটবল টুর্নামেন্টের  (বালক অনুর্ধ্ব ১৭) প্রথম রাউন্ডের ম্যাচ অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (১৯ মে) বিকাল ৫ টার দিকে উপজেলার বংশীকুন্ডা দক্ষিণ ইউনিয়নের বংশীকুন্ডা উচ্চ বিদ্যালয় মাঠে বংশীকুন্ডা দক্ষিণ ইউনিয়ন বনাম বংশীকুন্ডা উত্তর ইউনিয়নের মধ্যে এই ম্যাচ অনুষ্ঠিত হয়। এতে ১-১ গোলে দুলের মধ্যে খেলা সমতা হয়।পরে ট্রাইব্রেকারে ২-০ গোলে বংশীকুন্ডা দক্ষিণ ইউনিয়ন বংশীকুন্ডা উত্তর ইউনিয়ন কে পরাজিত করে  বিজয় লাভ করে। বংশীকুন্ডা দক্ষিণ ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান  রাসেল আহমদ এর সভাপতিত্বে ও এই খেলার উদ্বোধন করেন  বংশীকুন্ডা উত্তর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান নুরনবী তালুকদার।অনান্যদের মধ্যে উপস্থিত ছিলেন বংশীকুন্ডা দক্ষিণ আ.লীগের সাবেক সভাপতি মঞ্জুরুল হক, ঢুলপুশি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক শামীউল কিবরিয়া তালুকদার ও সংশ্লিষ্ট ইউনিয়নের ইউপি সদস্য বৃন্দ।

বাংলাদেশ সময়: ২১:০১:০৪ ● ৮১৫ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ