প্রধানমন্ত্রী বলেন: এখন আমি নিজের হাতে নিজেই বন্দি

Home Page » জাতীয় » প্রধানমন্ত্রী বলেন: এখন আমি নিজের হাতে নিজেই বন্দি
বুধবার ● ১৮ মে ২০২২


ফাইল ছবি- প্রধানমন্ত্রী শেখ হাসিনা

বঙ্গ-নিউজ: করোনাভাইরাসের শুরু থেকেই গণভবনে একপ্রকার বন্দি জীবনযাপন করছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ভিডিও কনফারেন্সের মাধ্যমে অংশ নিচ্ছেন বিভিন্ন অনুষ্ঠানে। এতে আক্ষেপ জমা হয়েছে সরকারপ্রধানের মনে। সেই আক্ষেপ থেকেই আজ বুধবার আওয়ামী লীগের ত্রাণ ও সমাজকল্যাণ উপকমিটির অনুষ্ঠানে যুক্ত হয়ে বললেন, আমি নিজের হাতে নিজেই বন্দি।

যথারীতি আজও ভিডিও কনফারেন্সের মাধ্যমে তার স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে যুক্ত হন প্রধানমন্ত্রী। দীর্ঘ প্রায় ১ ঘণ্টা কথা বলার পর হাসিমুখে বললেন, ‘অনেকদিন পর প্রাণ খুলে কথা বললাম। করোনা শুরুর পর থেকেই আমি তো আসলে বন্দি জীবন যাপন করে যাচ্ছি।’

এ সময় ২০০৭ সালের প্রসঙ্গ টেনে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, ‘২০০৭ সালে আমাকে বন্দি করে রেখেছিল তত্ত্বাবধায়ক সরকার। আর এখন করোনার কারণে আমি নিজেই নিজের হাতে বন্দি।’

শেখ হাসিনা তার বক্তব্যে আওয়ামী লীগের নেতাকর্মীদের ধন্যবাদ জানান। তাদেরকে স্বাস্থ্যবিধি মেনে চলার আহ্বান জানিয়ে বলেন, নিজেরা যেভাবে সতর্ক থাকতে হবে, অন্যদেরকেও সচেতন করতে হবে। করোনাকালে আপনারা যেভাবে মানুষের পাশে দাঁড়িয়েছেন, এই মহৎ কাজটি অব্যাহত রাখতে হবে। রাজনীতি করতে হবে মানুষের মঙ্গলের জন্য।

বাংলাদেশ সময়: ২১:০৮:০৯ ● ৬৩৫ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ