বিদেশীদের কাছে নয়, আমার কাছে আসুন: প্রধানমন্ত্রী

Home Page » জাতীয় » বিদেশীদের কাছে নয়, আমার কাছে আসুন: প্রধানমন্ত্রী
রবিবার ● ৮ মে ২০২২


ফাইল ছবি- প্রধানমন্ত্রী শেখ হাসিনা

বঙ্গ-নিউজ: দেশের অনেক শ্রমিক নেতা বিদেশিদের কাছে গিয়ে কান্নাকাটি করেন বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বলেন, সাদা চামড়া দেখলেই নালিশ করার কিছু নেই। মালিকদের সঙ্গে সমস্যা হলে আমার কাছে আসুন। আমিই আপনাদের সমস্যা সমাধান করতো পাবরো। কথায় কথায় বিদেশিদের কাছে ধর্না দেবেন না।

আজ রোববার (৮ মে) মহান মে দিবস উপলক্ষে রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে একটি অনুষ্ঠানের আয়োজন করা হয়। সেই অনুষ্ঠানে গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে যুক্ত হয়ে এসব কথা বলেন প্রধানমন্ত্রী। এ সময় দেশের বিষয় নিয়ে বিদেশিদের কাছে নালিশের প্রবণতাকে মানসিক দৈন্য বলে আখ্যা দেন তিনি।

প্রধানমন্ত্রী বলেন, অন্তত আওয়ামী লীগ যতদিন ক্ষমতায় আছে ততদিন শ্রমিকদের কোনো চিন্তা নেই। মালিকদের সঙ্গে সমস্যা হতেই পারে। সেটা আলোচনার মাধ্যমে সমাধান করতে হবে। আমি নিশ্চয়তা দিয়ে বলতে পারি, আমরা নিজেদের সমস্যা নিজেরাই সমাধান করতে পারবো। নিজেদের দেশের বিষয় নিয়ে অপরের কাছে কান্নাকাটি করার কিছু নেই।

বাংলাদেশ সময়: ২০:৪১:১৩ ● ৫০১ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ