মাদক নির্মূলে সবাইকে এগিয়ে আসতে হবে - অতিরিক্ত ডিআইজি বিপ্লব বিজয় তালুকদার

Home Page » সারাদেশ » মাদক নির্মূলে সবাইকে এগিয়ে আসতে হবে - অতিরিক্ত ডিআইজি বিপ্লব বিজয় তালুকদার
শনিবার ● ৭ মে ২০২২


---স্টাফ রিপোর্টার,বঙ্গ-নিউজ:সুনামগঞ্জের মধ্যনগর উপজেলায় আইন শৃঙ্খলা সংক্রান্ত মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার দুপুরে উপজেলার মধ্যনগর বিশ্বেশ্বরী পাবলিক উচ্চ বিদ্যালয় ও কলেজের হলরুমে মধ্যনগর থানা পুলিশের আয়োজনে মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেট রেঞ্জের অতিরিক্ত ডিআইজি বিপ্লব বিজয় তালুকদার। ধর্মপাশা সার্কেল এএসপি আলী ফরিদ আহমেদের সভাপতিত্বে ও মধ্যনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ জাহিদুল হকের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় প্রধান অতিথির বক্তব্যে বিপ্লব বিজয় তালুকদার বলেন, মাদক নিয়ন্ত্রণে প্রাথমিক দায়িত্ব পরিবারকে নিতে হবে। সমাজ পরিবর্তনে পুলিশের ভূমিকাও কম নয় কিন্তু প্রথম ভুমিকা ওই সমাজ বা কমিউনিটির। মাদকের বিষয়ে কোন ছাড় নয়।

তিনি আরও বলেন, পুলিশের পাশাপাশি সমাজের সকল শ্রেনীপেশার মানুষ মাদক নিয়ন্ত্রণে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে পারলে আমরা আমাদের ভবিষ্যৎ প্রজন্মকে আলোর পথে এগিয়ে নিতে পারব।

অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, মধ্যনগর ইউপি চেয়ারম্যান সঞ্জীব রঞ্জন তালুকদার,বংশীকুন্ডা দক্ষিণ ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান রাসেল আহমদ, চামরদানী ইউপি চেয়ারম্যান আলমগীর খসরু, বংশীকুন্ডা উত্তর ইউপি চেয়ারম্যান নূর নবী তালুকদার, সাবেক চেয়ারম্যান প্রবীর বিজয় তালুকদার, বীর মুক্তিযোদ্ধা নূরুল ইসলাম,বনিক সমিতির সভাপতি অমরেশ রায় চৌধুরী, সাধারণ সম্পাদক মোবারক হোসেন, যুবলীগ সভাপতি মোস্তাক আহমেদ, মধ্যনগর প্রেসক্লাবের সভাপতি মোঃ আতিকুর রহমান ফারুকী, শিক্ষক রাশিদ আলম, অভিযাত্রী সামাজিক সংগঠনের যুগ্ন সাধারণ সম্পাদক সুমন তালুকদার প্রমুখ। এসময় এলাকার বিভিন্ন শ্রেনী পেশার মানুষ উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ২:২৬:৩৫ ● ৮৩৮ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ