পশুচিকিৎসক সিজার করলেন মানুষের, মা-সন্তানের মৃত্যু

Home Page » জাতীয় » পশুচিকিৎসক সিজার করলেন মানুষের, মা-সন্তানের মৃত্যু
বৃহস্পতিবার ● ৫ মে ২০২২


ফাইল ছবি- বারহাট্টা স্বাস্থ কমপ্লেক্স

বঙ্গ-নিউজ:  মর্মান্তিক ঘটনাটি ঘটেছে নেত্রকোণা জেলার বারহাট্টা উপজেলার চন্দ্রপুর দক্ষিণপাড়া গ্রামে। পশুচিকিৎসক আবুল কাশেম বাড়িতে রেখেই এক প্রসূতি মায়ের সিজারিয়ান অপারেশন করলেন। এতে কিছুক্ষণের মধ্যেই মারা গেছেন মাসহ নবজাতক। এরপর স্থানীয়রা ক্ষুব্ধ হয়ে উঠলে ঘটনাস্থল থেকে কৌশলে সটকে পড়েন পশুচিকিৎসক আবুল কাশেম।

গতকাল বুধবার এই ঘটনা ঘটে। জানা যায়, ওই প্রসূতি মায়ের নাম ছিল শরিফা আক্তার। প্রসব ব্যথা শুরু হলে পরামর্শের জন্য আবুল কাশেমকে ডাকা হয়েছিল। তিনি এসে শরিফাকে দেখে বললেন, সবকিছু স্বাভাবিক আছে। পরিবারের সদস্যরা নেত্রকোণা সদর হাসপাতালে নিতে চাইলে বাড়িতেই সিজারিয়ান অপারেশন করতে পারবেন বলে জানান ওই পশুচিকিৎসক।

ভয়ানক ব্যাপার হলো, ওষুধ এবং সেলাইয়ের সরঞ্জাম না থাকার পরও অপারেশন শুরু করেন আবুল কাশেম। এক পর্যায়ে সেগুলো আনতে একজনকে শহরে পাঠানো হয়েছিল। কিন্তু সেসব সরঞ্জাম আনার আগেই অতিরিক্ত রক্তক্ষরণে মারা যায় শরিফা ও তার নবজাতক সন্তান। ঘটনার কথা স্বীকার করলেও মানুষের চিকিৎসা করার সনদ আছে বলে জানান আবুল কাশেম।

বাংলাদেশ সময়: ২০:১৫:৪৪ ● ৮১৩ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ