মারুফ মোহাম্মদের কবিতা ‘ ইদ উল ফিতর’

Home Page » সাহিত্য » মারুফ মোহাম্মদের কবিতা ‘ ইদ উল ফিতর’
বুধবার ● ৪ মে ২০২২


ইদ উল ফিতর
রমজান মাসের রোজা শেষে
আসে ইদ উল ফিতর
অনাড়ম্বর আপ্যায়নে
ঢোকে ঘরের ভেতর
ক’জন যে আর তাকে চিনি
আপন মনে ব্যস্ত
মানি না সে ধনী গরিব
সবার জন্য ন্যস্ত
কাঁদতো না আর কোনো শিশু
একা রাস্তার ধারে
নিয়ম মেনে ফিতরা যাকাত
দিতাম যদি তারে
দৌড়ে আমি মার্কেটে যাই
আসি পকেট ঝেড়ে
সে পকেটটা ভারি কিন্তু
গরিবের হক মেরে
মুক্ত হোক এ খুশির ইদটা
থাকুক সবার তরে
ঈদ উল ফিতরার, মহান বাণী
জাগুক মনের ঘরে
বিবেকের বোধ করি চাঙ্গা
সাম্যবাদের গানে
বাসা বাধুক মানবতা
সব মানুষের প্রাণে।

মারুফ মোহাম্মদ

বাংলাদেশ সময়: ১৯:৩৪:১৪ ● ৭৩০ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ