মক্কা-মদিনায় ঈদের নামাজে হাজার হাজার মুসল্লি

Home Page » জাতীয় » মক্কা-মদিনায় ঈদের নামাজে হাজার হাজার মুসল্লি
সোমবার ● ২ মে ২০২২


মক্কা-মদিনায় ঈদের নামাজে মুসল্লিদের ঢল
বঙ্গনিউজ ডেস্কঃ   ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে সৌদি আরবে উদযাপিত হচ্ছে ঈদুল ফিতর। এ দিন সকালে মক্কা ও মদিনায় অনুষ্ঠিত ঈদের জামাতে হাজার হাজার মুসল্লি অংশ নেন।

সৌদি প্রেস এজেন্সির বরাতে এ তথ্য জানায় আরব নিউজ।

খবরে বলা হয়, সোমবার সকালে মক্কা ও মদিনায় ঈদুল ফিতরের নামাজ আদায়ের জন্য শত শত মুসল্লি উপস্থিত হয়েছিলেন।

মক্কার গ্র্যান্ড মসজিদে ঈদের নামাজের ইমামতি করেন শেখ সালে বিন আব্দুল্লাহ বিন হুমাইদ।

অপরদিকে মদিনায় মসজিদে নববীতে ঈদের নামাজে অংশ নেন শত শত মুসল্লি। এতে উপস্থিত ছিলেন মদিনার গভর্নর প্রিন্স ফায়সাল বিন সালমান বিন আব্দুলআজিজ ও ডেপুটি গভর্নর প্রিন্স সউদ বিন খালিদ আল-ফায়সাল।

উভয় মসজিদের ইমাম বিশ্বজুড়ের মুসলিমদের ঈদ উপলক্ষ্যে অভিনন্দন জানান এবং রোজা, ইবাদত, দান ও ভালো কাজগুলো কবুল করার জন্য আল্লাহর কাছে দোয়া করেন।

বাংলাদেশ সময়: ১৬:৫২:০৪ ● ৬০৩ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ