বঙ্গনিউজঃ ইউক্রেনের মেলিতোপোল শহরের মেয়র ইভান ফেদোরোভ রবিবার (২৪ এপ্রিল) সিএনএনকে বলেছেন, তার শহর ‘অত্যন্ত কঠিন ও বিপজ্জনক পরিস্থিতির’ মধ্যে আছে। গত মার্চে রুশ বাহিনীর কাছে পাঁচ দিন বন্দি ছিলেন এই মেয়র।
ইভান ফেদোরোভ বলেন, ‘রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমিরের লক্ষ্য হচ্ছে পুরো ইউক্রেন জাতিকে হত্যা করা।’ তিনি জানান, মেলিতোপোলের নাগরিকেরা ত্রাণ পাচ্ছেন না।
ফেদোরোভ আরও বলেন, ‘আমরা মানবিক সহায়তা দিতে পারছি না। আমরা ওষুধ দিতে পারছি না, আমরা জরুরি পরিষেবা পৌঁছাতে পারছি… সে কারণেই পরিস্থিতি অত্যন্ত বিপজ্জনক।’
আগ্রাসন শুরুর কয়েক দিনের মধ্যেই রুশ বাহিনী দক্ষিণ-পূর্ব ইউক্রেনের মেলিতোপোল দখল করে নেয়। তবে এরপর থেকে শহরটিতে বিক্ষিপ্ত বিক্ষোভ দেখা গেছে।
ফেদোরোভকে অপহরণের পর রুশ বাহিনী মেলিতোপোলে তাদের নিয়ন্ত্রিত এক মেয়রকে ক্ষমতায় বসান। পরবর্তীতে বন্দি বিনিময়ের মাধ্যমে ফেদোরোভকে ছেড়ে দেয় রুশ বাহিনী।