অভিমান -গুলশান আরা রুবী

Home Page » সাহিত্য » অভিমান -গুলশান আরা রুবী
বৃহস্পতিবার ● ২১ এপ্রিল ২০২২


---তোমায় নিয়ে লিখেছি কবিতা

আমার গদ্যের পাতায় ,

সাদা কাগজে কালো কালি দিয়ে ,

একদিন খুব স্মরণ করাবে

ভাবনার স্নিগ্ধতা দিয়ে ,

কেন চলে গেলে অভিমান করে ।

বুকের মাঝেতে দিয়ে হাজারো কষ্ট

কোন অজু হাতে করলে বিনষ্ট,

সব কিছু কি আর লিখা যায়

রূপ কথার মত বহে বেড়ায়।

অন্তরে ছোট ঘরে নেই কোন জানালা,

যাবে কোথায় পথ তাহার বন্ধ

চোখ থাকিতে তুমি হলে অন্ধ।

কষ্টে অগ্নি তাপে পাথর হয়ে রহিবে

মন মন্দিরে অন্ধ কপাটে ,

ভুলে ও আসিবে না দীপ্তি প্রভা

এমনি করে কাটিবে নিশীথ ।

শূন্য হৃদয় কাঁদবে শুধু

কেমন করে হারালাম স্বপ্নের বধু ,

সাগর কুলে ভাসব আমি

বিশ্বাসে টানে আসবে তুমি ।

রজনী পুরিয়ে একটিবারের জন্য

বুকে টেনে নিয়ে আমি হব ধন্য ,

মিশে যাব কুলবতী বারুণ

ফুটবে ভালবাসার প্রসূন ।

বাংলাদেশ সময়: ৯:৫৩:৩০ ● ৮৯৭ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ