ছেলে সন্তানের মা হলেন অভিনেত্রী কাজল

Home Page » বিনোদন » ছেলে সন্তানের মা হলেন অভিনেত্রী কাজল
বুধবার ● ২০ এপ্রিল ২০২২


--- 

বঙ্গ নিউজঃ    দক্ষিণ ভারতের জনপ্রিয় একজন অভিনেত্রী কাজল আগরওয়াল মা হয়েছে। তার কোলজুড়ে এসেছে ফুটফুটে একটি পুত্র সন্তান। এমন খবরই প্রকাশ করেছেন ভারতীয় গণমাধ্যম। এর বাইরে আর কোন তথ্য পাওয়া যায়নি। অভিনেত্রী নিজে এখনও তার মা হওয়ার খবর জানাননি।

গুঞ্জনের মাঝে চলতি বছরের জানুয়ারিতে কাজলের স্বামী গৌতম কিচলু সামাজিক পাতায় ভক্তদের কাজলের মা হতে যাওয়ার খবর জানান ২০২০ সালের ৩০ অক্টোবর দীর্ঘ দিনের প্রেমিক ব্যবসায়ী গৌতম কিচলুর সঙ্গে সাঁতপাকে বাঁধা পড়েন তেলেগু সিনেমার জনপ্রিয় চিত্রনায়িকা কাজল আগরওয়াল। কাজলকে সবশেষ হিন্দি সিনেমা ‘মুম্বাই সাগা’য় দেখা গেছে, যেখানে কেন্দ্রীয় ভূমিকায় অভিনয় করেছেন জন আব্রাহাম ও ইমরান হাশমি।

শিগ্রই কাজলকে দেখা যাবে চিরঞ্জীবী ও রামচরণ অভিনীত আচার্য ছবিতে। ২৯ এপ্রিল মুক্তি পাবে ছবিটি। সন্তানের মা–বাবা হওয়ায় সুহৃদ ও সহশিল্পীরা শুভেচ্ছায় ভাসিয়ে দিচ্ছেন কাজল ও গৌতমকে। ২০২০ সালের ৩০ সেপ্টেম্বর বিয়ে করেছিলেন তাঁরা।
মো:এনামুল হক বাবু, বিনোদন প্রতিবেদক

বাংলাদেশ সময়: ১৯:৫৯:৩৫ ● ১১৮৪ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ