পাকিস্তানে উত্তর ওয়াজিরিস্তানে পৃথক সন্ত্রাসী হামলায় ৮ সেনা নিহত

Home Page » জাতীয় » পাকিস্তানে উত্তর ওয়াজিরিস্তানে পৃথক সন্ত্রাসী হামলায় ৮ সেনা নিহত
শুক্রবার ● ১৫ এপ্রিল ২০২২


ফাইল ছবি
বঙ্গনিউজঃ   পাকিস্তানের উত্তর ওয়াজিরিস্তানে গতকাল বৃহস্পতিবার (১৪ এপ্রিল) দেশটির সেনাদের ওপর পৃথক দুটি সন্ত্রাসী হামলার ঘটনা ঘটেছে। এতে পাকিস্তানের আট সেনা নিহত হয়েছেন। দেশটির নিরাপত্তা সূত্রের বরাত দিয়ে ডন পত্রিকা  এই তথ্য জানিয়েছে।

প্রতিবেদনে বলা হয়েছে, প্রথমে উত্তর ওয়াজিরিস্তানের দাতাখেল তহসিল জেলায় নিরাপত্তা বাহিনীর একটি গাড়িতে অতর্কিতে হামলা চালায় সন্ত্রাসীরা। এতে সাত সেনা নিহত হন। এর পর দ্বিতীয় হামলার ঘটনা ঘটে জেলার ইশাম এলাকায়। সেখানে নিরাপত্তা বাহিনীর সঙ্গে সন্ত্রাসীদের লড়াইয়ে এক সেনা নিহত হন।

কর্মকর্তারা জানান, আফগান সীমান্তের কাছে দাতাখেলে নিরাপত্তা বাহিনীর চলন্ত গাড়িতে হামলা চালায় সন্ত্রাসীরা। সূত্র জানিয়েছে, সন্ত্রাসীরা রকেট চালিত গ্রেনেড লঞ্চার ও বন্দুক দিয়ে হামলা চালায়।

উত্তর ওয়াজিরিস্তানের জেলা সদর দপ্তর মিরামশাহে সংবাদমাধ্যমকে কর্মকর্তারা জানান, এতে সাত জন সেনা নিহত হন।

সূত্রের বরাত দিয়ে ডন জানিয়েছে, ওই এলাকায় অভিযান চলছে। প্রতিবেদন অনুযায়ী, নিরাপত্তা বাহিনী পাল্টা প্রতিশোধ নিয়েছে, তবে ঠিক কতজন সন্ত্রাসী হতাহত হয়েছে তা নিশ্চিত করা যায়নি।

বাংলাদেশ সময়: ১৮:২৯:৫৬ ● ৪৩০ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ