ঝিনাইদহের হরিণাকুণ্ডু উপজেলার ফলসী গ্রামের মিটুল পুলিশ ক্যাডারে দ্বিতীয়

Home Page » শিক্ষাঙ্গন » ঝিনাইদহের হরিণাকুণ্ডু উপজেলার ফলসী গ্রামের মিটুল পুলিশ ক্যাডারে দ্বিতীয়
বৃহস্পতিবার ● ৭ এপ্রিল ২০২২


মো. আনোয়ারুল কবির মিটুল
হরিনাকুন্ডু প্রতিনিধিঃ     প্রথমবার বিসিএসে অংশ নিয়েই সফল হয়েছেন ঢাকা বিশ্বদ্যিালয়ের সাবেক শিক্ষার্থী মো. আনোয়ারুল কবির মিটুল।    ৪০তম বিসিএসে পুলিশ ক্যাডারে দ্বিতীয় হয়েছেন তিনি ।

মিটুল ঝিনাইদহের হরিণাকুণ্ডু উপজেলার ফলসী গ্রামের অবসরপ্রাপ্ত শিক্ষক নুরুল ইসলাম ও নুরুন্নাহার বেগমের ছেলে। তিনি শহরের প্রিয়নাথ উচ্চ বিদ্যালয় থেকে এসএসসি, ঢাকার নটরডেম কলেজ থেকে কৃতিত্বের সঙ্গে এইচএসসি পাশ করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান বিভাগ থেকে স্নাতক ও স্নাতকোত্তর শেষ করে ৪০তম বিসিএসে অংশ নেন।

প্রথম বিসিএসে অংশ নিয়েই দ্বিতীয় স্থান অধিকার করেন তিনি। ৩০মার্চ সরকারি কর্ম কমিশন (পিএসসি) থেকে ঘোষিত ফলাফলে তাকে পুলিশ ক্যাডারে নিয়োগের জন্য সুপারিশ করা হয়েছে।

তার বড় ভাই খাইরুল ইসলাম বর্তমানে যশোরের যুগ্ম জেলা ও দায়রা জজ হিসেবে কর্মরত।

আনোয়ারুল কবির  মিটুল জানান, তার বাবা একজন অবসরপ্রাপ্ত শিক্ষক ও বড় ভাই বিচারক। তারা তাকে অনুপ্রেরণা ও সাহস দিয়েছেন। পরিবারের অভিভাবকদের অনুপ্রেরণায় ছাত্রজীবনে পড়াশোনার পাশাপাশি সুযোগ পেলেই বিসিএসের প্রস্তুতি নিতেন তিনি।

এই খবরে ঝিনাইদহ ও হরিনাকুন্ডু অঞ্চলের তরুনদের মধ্যে খুব অনুপ্রেরনামুলক উৎসাহ লক্ষ্য করা গেছে ।

বাংলাদেশ সময়: ২১:৩৫:৩২ ● ৫০৪ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ