মিরপুরে আবাসিক ভবনে আগুন

Home Page » সারাদেশ » মিরপুরে আবাসিক ভবনে আগুন
বুধবার ● ৬ এপ্রিল ২০২২


প্রতীকী ছবি

রাজধানীর মিরপুর ২ নম্বরে একটি আবাসিক ভবনে আগুন লেগেছে। ছয়তলা এ ভবনের আগুন নেভাতে ফায়ার সার্ভিসের পাঁচটি ইউনিট কাজ করছে।
স্থানীয়ভাবে জানা গেছে, ভবনটি আবাসিক বাসিন্দারা বসবাস করেন। আগুন লাগার সঙ্গে সঙ্গে তাদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। আগুনে পুরো ভবন অন্ধকার হয়ে যায়। তাদের চিৎকার-চেঁচামেচিতে আশপাশের লোকজন দ্রুত এগিয়ে এসে আগুন নিয়ন্ত্রণে চেষ্টা করছে।

পাশাপাশি ভবনের বাসিন্দারা নিচে নামার সঙ্গে সঙ্গে তাদের প্রয়োজনীয় মালামাল সরাচ্ছেন।

ফায়ার সার্ভিস সদর দপ্তরের ডিউটি অফিসার খালেদা আক্তার রাইজিংবিডিকে বলেন, মিরপুর-১ এর বি-ব্লকের ১০ নম্বর রোডের ২ নম্বর বাড়িতে আগুনের ঘটনা ঘটে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করছে।

বাংলাদেশ সময়: ১৯:০৫:৩৭ ● ৪১৬ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ