করোনা ভাইরাসে মৃত্যুশূন্য দেশ, কমেছে শনাক্ত

Home Page » জাতীয় » করোনা ভাইরাসে মৃত্যুশূন্য দেশ, কমেছে শনাক্ত
মঙ্গলবার ● ৫ এপ্রিল ২০২২


 ফাইল ছবি

বঙ্গনিউজঃ   দেশে গত ২৪ ঘণ্টায় করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে কারও মৃত্যু হয়নি। এই সময়ে ৩৬ জনের শরীরে করোনা শনাক্ত হয়েছে। মঙ্গলবার (৫ এপ্রিল) স্বাস্থ্য অধিদফতর থেকে পাঠানো করোনাবিষয়ক নিয়মিত বুলেটিনে এ তথ্য জানানো হয়েছে।

এর আগে গতকাল সোমবার (৪ এপ্রিল) করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে ১ জনের মৃত্যু হয়। এই সময়ে ৬১ জনের শরীরে করোনা শনাক্ত হয়।

দেশে এ পর্যন্ত মোট শনাক্ত রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ১৯ লাখ ৫১ হাজার ৮৬৭ জনে। আর করোনায় মৃত্যু হয়েছে ২৯ হাজার ১২৩ জনের।

উল্লেখ্য, ২০১৯ সালের শেষে চীনের উহানে প্রথম করোনার সংক্রমণ ধরা পড়ে। এরপর কয়েক মাসের মধ্যে এ ভাইরাস সারা বিশ্বে ছড়িয়ে পড়ে। দেশে প্রথম করোনা শনাক্ত হয় ২০২০ সালের ৮ মার্চ। আর প্রথম মৃত্যু হয় একই বছরের ১৮ মার্চ।

বাংলাদেশ সময়: ১৭:১৩:৫৫ ● ৪২১ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ