নারী কর্মকর্তাকে মারপিট-থানায় অভিযোগ

Home Page » বিবিধ » নারী কর্মকর্তাকে মারপিট-থানায় অভিযোগ
শনিবার ● ২ এপ্রিল ২০২২


ফাইল ছবি

যশোরে মহিলা অধিদফতরের এক নারী কর্মকর্তাকে মারপিটের ঘটনায় থানায় অভিযোগ দায়ের করা হয়েছে। শহরের পালবাড়ি এলাকার রবি, পিকুল ও মুকুলের নামে এই অভিযোগ দিয়েছেন তিনি।

আহত নারী কর্মকর্তার নাম ফিরোজা বেগম। তিনি মহিলা অধিদফতর যশোরের ট্রেইনার। আহত ওই নারী কর্মকর্তা যশোর ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে ভর্তি রয়েছেন।
ঘটনার শিকার ফিরোজা বেগম সাংবাদিকদের জানিয়েছেন, পালবাড়ি গাজীরঘাট আয়শা পল্লীতে তিনি পাঁচ শতক জমি কিনেছেন। এরপর ওই এলাকার রবি, পিকুল ও মুকুলসহ কয়েকজন তার কাছে ৫০ হাজার টাকা চাঁদা দাবি করেন। না দেয়ায় তাকে হুমকি দেন তারা। ফিরোজা বেগম শুক্রবার ওই জমিতে মাটি ফেলছিলেন। তখন রবির নেতৃত্বে পাঁচ-ছয়জন গিয়ে তাকে মারপিট করে আহত করেন।

বাংলাদেশ সময়: ১৩:০৬:৩৫ ● ৪৫৫ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ