ট্রলিংয়ের শিকার বলিউড অভিনেত্রী জাহ্নবী কাপুর

Home Page » বিনোদন » ট্রলিংয়ের শিকার বলিউড অভিনেত্রী জাহ্নবী কাপুর
শনিবার ● ২ এপ্রিল ২০২২


জাহ্নবী কাপুর

অ্যাওয়ার্ড অনুষ্ঠানে হাজির হয়ে ট্রলিংয়ের শিকার হয়েছেন বলিউড অভিনেত্রী জাহ্নবী কাপুর। গ্রাজিয়া মিলেনিয়াল অ্যাওয়ার্ডস অনুষ্ঠানে রুপালি রঙের হাতকাটা গাউন পরেছিলেন তিনি। তেমন কোনো অলঙ্কার পরেননি, চুল পনিটেইল করেছে বেঁধেছেন।

জাহ্নবীর ছবি প্রকাশ্যে আসার পর অনেকের দাবি, হুবহু এই এক সাজেই নাকি হলিউডের লাল গালিচায় ধরা দিয়েছিলেন কিম কার্দেশিয়ান। তার স্টাইল নকল করেছেন জাহ্নবী। আবার কেউ কেউ দাবি করেছেন, নায়িকা নাকি আকর্ষণ বাড়াতে শরীরে প্লাস্টিক সার্জারিও করিয়েছেন।

মুক্তির অপেক্ষায় আছে জাহ্নবী অভিনীত ‘গুড লাক জেরি’, ‘দোস্তানা ২’ ও ‘মিলি’। রাজকুমার রাওয়ের বিপরীতে ‘মিস্টার অ্যান্ড মিসেস মাহি’-তেও দেখা যাবে তাকে। বরুণ ধাওয়ানের বিপরীতে জাহ্নবীকে দেখা যাবে নীতেশ তিওয়ারির নতুন ছবি ‘বাওয়াল’-এ।

বাংলাদেশ সময়: ১২:৪৪:১৫ ● ৬৪০ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ