ফাতিমা কানিজের গ্রন্থ ও জীবনী

Home Page » সাহিত্য » ফাতিমা কানিজের গ্রন্থ ও জীবনী
সোমবার ● ২৮ মার্চ ২০২২


ফাতিমা কানিজ

ইংরেজি পঞ্জিকায় ১৯৭৬ জানুয়ারি মাস।

ফাতিমা কানিজের জন্ম কিশোরগঞ্জ সদরে মধ্যবিত্ত পরিবারে।

ইতিহাসের পোড়ামাটি আর ভাটির দরদে ভরা আলো হাওয়ায় বেড়ে উঠা।

পারিবারিক ভাবেই কানিজ সাহিত্যের অনুরাগী।

কৈশোর থেকে লিখছে দেয়াল পত্রিকায় লিটল ম্যাগ, তারপরে দৈনিকেও নিয়মিত।

বাংলা সাহিত্যে পড়াশোনা, আনন্দ মোহন থেকে। বর্তমানে শিক্ষকতা পেশায়।

সাহিত্য তার কাছে বেঁচে থাকার অত্যাবশ্যক পানি। আটপৌরে জীবনে কিছু সময় আটকে থেকে ফিরে আসা সাহিত্য পাড়ায়। কবিতা লিখতে ভালো লাগে, আঁকড়ে থাকতে ভালো লাগে গল্প।

কানিজের কাছে সাহিত্য মানবিকতার, জীবনের অনুষঙ্গ। তাই অক্ষরবৃত্তে আবর্তিত হয় তার দিনক্ষণ। অন্তরের ভাব থেকে ভাবুক। প্রকৃতি থাকে, বোধ থাকে, প্রেমের প্রগাঢ়তার স্বপ্ন থাকে আবার নিপীড়নের চিহ্ন ও কবিতায় হতে চায় প্রতিবাদের চাবুক।

ফাতিমা কানিজএর গ্রন্থ

জল রঙের চিরকুট তাঁর প্রথম কাব্যগ্রন্থ ।

বাংলাদেশ সময়: ১৮:৫৮:৫৮ ● ৬০০ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ