পবিত্র সরকার,বঙ্গ-নিউজ: ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন সিলেট নগরীরতে সড়ক দুর্ঘটনা যেনো নিত্যদিনের ঘটনা। খাদিমপাড়া ১নং রোডের বিশিষ্ট ব্যাবসায়ী জনাব কামাল মিয়া সাহেব প্রতিদিনের ন্যায় ব্যাবসা প্রতিষ্ঠান বন্ধ করে রাত ১০ ঘটিকায় বাসায় ফেরার পথে দূর্ঘটনায় স্বীকার হোন। প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায় ১০ ঘটিকার সি এন জি তে উঠার সময় পিছন থেকে একটি মোটরসাইকেল দ্রুত গতিতে ধাক্কা দেয় কামাল মিয়াকে। অচেতন অবস্থায় তৎক্ষনাৎ প্রত্যক্ষদর্শীরা সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায় সেখানকার সিটি স্ক্যান মেশিন অকেজো থাকায় চিকিৎসায় ব্যর্থতা প্রকাশ করেন কর্তব্যরত ডাক্তার।
প্রাইভেট ল্যাবে পরিক্ষা করার পর পুনরায় মেডিকেলে চিকিৎসা গ্রহণে যাওয়ার পথেই উনি মারা যান।
আত্মীয় স্বজনের দাবী হয়তো ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের সিটি স্ক্যান দিবারাত্রি খোলা এবং সচল থাকলে হয়তো দূর্ঘটনায় আহত কামাল মিয়াকে বাঁচানো যেতো।
নির্দিষ্ট স্থানগুলোতে স্প্রীড ব্রেকার স্থাপন সহ বেপরোয়া গাড়ী চালকদের বিরুদ্ধে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার জন্য সরকারের প্রতি জোর দাবী জানিয়েছে নিহত কামাল মিয়ার পরিবার।