গুলশান আরা রুবীর নারী দিবসের কবিতা

Home Page » সাহিত্য » গুলশান আরা রুবীর নারী দিবসের কবিতা
বুধবার ● ৯ মার্চ ২০২২


গুলশান আরা রুবী

নারী বলে কি নারীদের অবহেলা করতে হবে

নারীরা কি এত অমূল্য পাত্রী।

নারী যা দিতে পারবে এ

পুরুষ কি তা দিতে পারবে ?

যখন শিশু জন্ম হয় প্রসূতির কূলে শুনেছ সে আর্তনাদ সে ছেলে বা মেয়ে হোক;

তখন সে নারী তার বুকে ভিতরে আগলে রেখে বড় করে কত কষ্ট করে তার হিসেব কে রাখে

সে-তো নারী

নারী বলে এত অবমাননা ,

নারী হল মা আর মা হল পৃথিবীর আলো দেখানো অঙ্গ রাজ্য

মায়ের পায়ের নিচে জান্নাত

মেয়ে বউ সেতো নারী হে নারী ছাড়া পুরুষ কি থাকতে পারবে কখনো না ।

নারী জাতীকে সম্মান দেন বা করেন ,

যুগে যুগ নারী এসেছে আরো আসবে এই ধরিত্রীতে ।

নারী ছাড়া কতজন পুরুষ থাকতে পেরেছে

নারী সব কিছু পারে

তারা নাগিন হয়ে বিষ ঢালে

আবার উজা হয়ে নামায় ।

নারী আগাতে আগাতে আর কত হবে ক্ষত বিক্ষত ,

মুক্ত মনে মুক্ত হাওয়ায় থাকতে দিন ।

নারী হল গর্বধারিনী স্বর্বধারিনী সর্ব রূপনী ,

নারী মানে ভক্তি নারী মানে মুক্তি কামেনী।

নারী যানে গড়তে নারী যানে ভাঙতে

নারী দিতে যানে সুখ নারী দিতে যানে দুখ ।

নারী যানে সর্ব মঙ্গল নারী  যানে ধ্বংস ,

সব নারী আত্ম উপলব্ধি জন্য নীরবে সহ্য করে যায় ,

কারণ তারা শান্তি চায়

তারা যানে প্রতিবাদ করতে

তারা আত্মসম্মানের জন্য করে না ,

তাই বলে তোমরা পুরুষ তাকে অপমান করোনা ।

নারী পরিবার পরিজনের ভালোর জন্য নিরবে সব মেনে নেয় ,

ভালোবাসে বলে সম্মান করে বলে প্রতিবাদ করেনা।

তাই বলে ভেবোনা তারা অসহায় তারা জানে পুরুষ শাসিত সমাজে গর্জন তুলতে

তারা ও পারে প্রতিবাদের প্রতিরোধ গর্তে ॥

বাংলাদেশ সময়: ২০:৩২:২৪ ● ৭৭৮ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ