লেখক অধ্যাপক ডা. মো. আবদুর রহিম ও তাঁর গ্রন্থ

Home Page » সাহিত্য » লেখক অধ্যাপক ডা. মো. আবদুর রহিম ও তাঁর গ্রন্থ
মঙ্গলবার ● ৮ মার্চ ২০২২


লেখক  অধ্যাপক ডা. মো. আবদুর রহিম

১ জুন, ১৯৫৫ সালে টাঙ্গাইল জেলার ভূঞাপুর উপজেলার ভারই আমে সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন। পেশাগত জীবনে দূরদর্শী এই বিজ্ঞ চিকিৎসক অধ্যাপক ও চেয়ারম্যান হিসাবে ইন্টারনাল মেডিসিন বিভাগ, বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়, ঢাকায় দায়িত্ব পালন করেন। নিভৃতচারী এই কবি অবসর পেলেই লিখতে ও বই পড়তে ভালোবাসেন। তিনি সাহিত্যে অবদানের স্বীকৃতিস্বরূপ পেয়েছেন ‘জাতীয় শিশু দিবস সম্মাননা পদক’, ‘বেগম রোকেয়া স্মৃতি স্বর্ণপদক’, ‘বাংলাদেশ কবি সংগঠন সম্মাননা স্মারক’, ‘জীন হেনরী ডুনান্ট স্মৃতি পদক’, ‘কবি কাজী নজরুল ইসলাম স্মৃতিপদক, সিডিআরসি এ্যাওয়ার্ডসহ নানান সাংগঠনিক সম্মাননা ও পদক। তাঁর প্রকাশিত গ্রন্থের সংখ্যা ৭৭ টি, এর মধ্যে কাব্যগ্রন্থ ৩৪ টি এবং ছড়াগ্রন্থ ৩৭ টি, শিশুতোষ গল্পগ্রন্থ ০৬ টি। এছাড়া ইতোমধ্যেই তিনি শিশুসাহিত্যিক হিসেবে ব্যাপক জনপ্রিয় হয়ে উঠেছেন। কাব্যের ভাষা তাঁর নিজস্ব। ছন্দে পারদর্শী এই কবি তাঁর কবিতায় তুলে ধরেন অতি বাস্তব ও সমাজসংস্কারের নানা প্রেক্ষাপট ও নির্দেশনা। যেখানে বিদগ্ধ পাঠকসমাজ খুঁজে পাবেন জীবনের গুরুত্বপূর্ণ চরিত্র ও জ্ঞান। তিনি প্রতিনিয়ত শিশুকিশোরদের জন্য শিক্ষামূলক ছড়া ও গল্প লিখে যাচ্ছেন। এবার অমর একুশে বইমেলায় তাঁর বই জ্ঞানপিপাসু পাঠক আগ্রহভরে গ্রহণ করবেন বলে আশা করা হচ্ছে। ‘চন্দ্রছাপ’ সর্বদাই গুণী এই কবি ও শিশুসাহিত্যিকের শুভকামনা করে।

অধ্যাপক ডা. মো. আবদুর রহিমের কতিপয়  গ্রন্থ

বাংলাদেশ সময়: ১৩:১৪:৪৫ ● ৫৫৩ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ