মধ্যনগরে সপ্তাহব্যাপী বই মেলা উদ্বোধন

Home Page » সারাদেশ » মধ্যনগরে সপ্তাহব্যাপী বই মেলা উদ্বোধন
মঙ্গলবার ● ২২ ফেব্রুয়ারী ২০২২


মধ্যনগরে সপ্তাহব্যাপী বই মেলা শুরুস্টাফ রিপোর্টার,বঙ্গ-নিউজ:পড়ার জন্য বই কিনি, বই পড়ি বিশ্ব জানি’- এই স্লোগানকে সামনে রেখে সুনামগেঞ্জর মধ্যনগরে সপ্তাহব্যাপী বই মেলা শুরু হয়েছে। ধর্মপাশা উপজেলা প্রশাসনের সহযোগীতায় মধ্যনগর সাহিত্য পরিষদ এ বই মেলার আয়োজন করেছে। মঙ্গলবার বিকেল চারটায় মধ্যনগর কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে এ উপলক্ষে  আয়োজিত অনুষ্ঠানে ভাচুর্য়ালি যোগ দিয়ে বই মেলার শুভ উদ্বোধন করেন সুনামগঞ্জ- ১ আসনের এমপি মোয়াজ্জেম হোসেন রতন। এতে সংগঠনের সভাপতি অজয় রায়ের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন, ধর্মপাশা উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মুনতাসির হাসান। সংগঠনের সাধারণ সম্পাদক মো. আতিক ফারুকীর পরিচালনায় বক্তব্য দেন, লেখক সজল কান্তি সরকার, শিক্ষক বিজন কুমার তালুকদার, বসন্ত কুমার বিশ্বাস, মধ্যনগর থানার ওসি নির্মল চন্দ্র দেব, শিক্ষক রমাপদ চক্রবর্তী হাওরকবি জীবন কৃষ্ণ সরকার, ব্রতচারী বিমান তালুকদার, হেমেন্দ্র চন্দ্র তালুকদার, কবি কল্যাণী তালুকদার ও জেনারুল ইসলাম। মেলায় ১৪টি স্টল অংশ নিয়েছে। আগামী ২৮ ফেব্রুয়ারি আনুষ্ঠানিকতার মধ্য দিয়ে মেলার সমাপ্তী ঘটবে।

মধ্যনগর সাহিত্য পরিষদের সাধারণ সম্পাদক মো. আতিক ফারুকী বলেন, ‘নবগঠিত মধ্যনগর উপজেলায় এটিই প্রথম বই মেলা। নির্বিঘ্নে মেলা পরিচালয় ধর্মপাশা উপজেলা প্রশাসন সার্বিক সহযোগীতা করে যাচ্ছে। কবি, সাহিত্যিক, সাংবাদিক ও শিক্ষকসহ নানা শ্রেণি পেশার মানুষদের উপস্থিতিতে মেলাটি প্রাণবন্ত হবে আশা রাখি।’

বাংলাদেশ সময়: ২৩:১২:০৯ ● ৬৭৬ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ