আল-আমিন সালমান, বঙ্গ-নিউজ:সুনামগঞ্জ জেলার মধ্যনগর উপজেলার চামরদানী ঐতিহ্যবাহী চেয়ারম্যান বাড়িতে ১৯৭০ সালের ৪ জানুয়ারি জন্মগ্রহণ করেন বাংলাদেশ সেনাবাহিনীর স্পেশাল ফোর্সের একজন গর্বিত অফিসার মেজর সুমন তালুকদার। আজ তার ৫২ তম জন্মদিন।
তাঁর প্রাথমিক শিক্ষার হাতেখড়ি গ্রামের স্কুলেই ট্যালেন্টপুল বৃত্তিসহ।পরে ষষ্ঠ শ্রেণী পর্যন্ত অধ্যয়ন করেন সুনামগঞ্জ সরকারি জুবলী উচ্চ বিদ্যায়ে সেখান থেকে ভর্তি হন সিলেট ক্যাডেট কলেজে।সেখান থেকেই এসএসসি ও এইচএসসি পরীক্ষায় উত্তীর্ণ হয়ে ভর্তি হন বাংলাদেশ মিলিটারি একাডেমীতে (বিএমএ)। সেখান মিলিটারি প্রশিক্ষণের পাশাপাশি স্নাতক সম্পন্ন করেন চট্রগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে।
তিনি বাংলাদেশ সেনাবাহিনীতে যোগদান করে দীর্ঘ ৩০ বছর সফলতার সাথে দায়িত্ব পালন করে যাচ্ছেন।
মেজর সুমন তালুকদার ৩ বার জাতিসংঘ শান্তি রক্ষা মিশনে অংশগ্রহণ করে কোয়েত, কংগো ও সুদানে সুনামের সাথে দায়িত্ব পালন করছেন।
বর্তমানে তিনি বাংলাদেশ সেনাবাহিনীর স্পেশাল ফোর্সের একজন গর্বিত অফিসার দায়িত্ব পালন করছেন।