ওরিয়েন্টেশন মেধা সংবর্ধনা ২০২২ অনুষ্ঠিত

Home Page » শিক্ষাঙ্গন » ওরিয়েন্টেশন মেধা সংবর্ধনা ২০২২ অনুষ্ঠিত
সোমবার ● ৩১ জানুয়ারী ২০২২


ফাইল ছবি

বঙ্গনিউজ সিলেট প্রতিনিধিঃ কম্পিউটার শিক্ষার্থীদের মেধাকে কম্পিউটার আলোয় আলোকিত করার লক্ষ্যে কাজ করা ওরিয়েন্টেশন কম্পিউটার লার্নিং সেন্টার সিলেট শহরের ০৮ নং ওয়ার্ডের বিভিন্ন স্কুলের ২০২১ সালের এসএসসি পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন মেধা সংবর্ধনা-২০২২ প্রদান করে।

৩ দিন ব্যাপি এই অনুষ্ঠানগুলোতে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ০৮ নং ওয়ার্ডের সকল স্কুলের প্রিন্সিপালবৃন্দ। উক্ত অনুষ্ঠানে শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদানের পাশাপাশি শ্রদ্ধাভাজন অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ০৮নং ওয়ার্ডের কাউন্সিলর ইলিয়াছুর রহমান ইলিয়াছ, সিটি মডেল স্কুলের চেয়ারম্যান আব্দুর রাজ্জাক রাজন, সিটি মডেল স্কুলের প্রিন্সিপাল সুকেশ রঞ্জন তালুকদার, দিশারী স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ প্রবাল কান্তি ভট্টাচার্য, বিদ্যাসিঁড়ি স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ সৈয়দ সায়দুল ইসলাম সুমন, বিদ্যানিকেতন স্কুলের পরিচালক মোঃ মাহবুবুর রহমান চৌধুরী, বিদ্যানিকেতন স্কুলের সিনিয়র শিক্ষক অচিন্ত্য ভট্টাচার্য্য, আলোর ভুবন বাংলাদেশের সভাপতি অঞ্জন রায় সঞ্জয় মহোদয়দ সহ অন্যান্য সম্মানিত ব্যক্তিরা ওরিয়েন্টেশন এর অভিভাবক হিসেবে প্রাঞ্জল সম্মাননা জানায় এবং স্মারক প্রদান করে প্রতিষ্ঠানটি।

সংবর্ধনা প্রাপ্ত শিক্ষার্থীদেরকে আগামী ০৫ ফেব্রুয়ারী থেকে সপ্তাহব্যাপী ফ্রি কম্পিউটার ট্রেণিং প্রদান করবে প্রতিষ্ঠানটি সিলেটের ০৮ নং ওয়ার্ডের হাওলদার পাড়া এলাকায় অবস্থিত কম্পিউটার লার্নিং সেন্টার, শিক্ষামূলক প্রতিষ্ঠানটি পরিচালনা করছেন বিপ্রদীপ কর,বিকু রঞ্জন দাশ ও প্রান্ত দাশ।

বাংলাদেশ সময়: ২২:৫৩:৫৯ ● ১০৪৬ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ