বিএনপি সবসময় ধ্বংসাত্মক কাজ করে: প্রধানমন্ত্রী

Home Page » জাতীয় » বিএনপি সবসময় ধ্বংসাত্মক কাজ করে: প্রধানমন্ত্রী
রবিবার ● ২৩ জানুয়ারী ২০২২


প্রধানমন্ত্রী শেখ হাসিনা

বঙ্গনিউজঃ  প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, ‘বিএনপি সবসময় ধ্বংসাত্মক কাজ করে। তাদের অগ্নিসন্ত্রাস, বৃক্ষ কর্তন, অর্থাৎ গাছ কেটে ফেলা, রাস্তা কেটে ফেলা, নানা ধরনের কাজ তারা করেছে। তারা পুলিশের ওপর আক্রমণ করেছে। যেভাবে তারা পুলিশের সদস্যকে নির্মমভাবে মেরেছে সেটা সত্যিই ভাষায় বর্ণনা করা যায় না। এ ধরনের ঘৃণ্য কাজ করে তারা দেশে একটা অশান্ত পরিবেশ সৃষ্টি করতে চেয়েছিল। কত মানুষকে তারা হত্যা করেছে তার কোনো সীমা নেই। সেসময় পুলিশবাহিনী অত্যন্ত দক্ষতার সাথে পরিস্থিতি মোকাবেলা করে মানুষের জীবনে শান্তি-নিরাপত্তা নিয়ে এসেছে। নিজের জীবনের ঝুঁকি নিয়েও তারা সেটা করেছেন।’

প্রধানমন্ত্রী ভিডিও কনফারেন্সিং এর মাধ্যমে পুলিশ সপ্তাহ ২০২২ এর উদ্বোধন অনুষ্ঠানে এসব কথা বলেন।

প্রধানমন্ত্রী আরও বলেন, ‘করোনাভাইরাস মহামারীতে পুলিশ মানুষের ঘরে খাবার পৌঁছে দিয়েছে, চিকিৎসার ব্যবস্থা করেছে, লাশ দাফন করেছে। স্বজনরা যখন ফেলে রেখে চলে গেছে তখন পুলিশ সেই লাশগুলি দাফন করেছে। তাদের সবাইকে আমি আন্তরিক ধন্যবাদ জানাই। তারা আর্ত মানবতার সেবায় কাজ করেছেন।’

বাংলাদেশ সময়: ১১:২৮:২৩ ● ৩৫৩ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ