মাসুম আজাদের কবিতা ‘অর্ধমৃত বৃক্ষের আর্তনাদ ‘

Home Page » সাহিত্য » মাসুম আজাদের কবিতা ‘অর্ধমৃত বৃক্ষের আর্তনাদ ‘
শনিবার ● ২২ জানুয়ারী ২০২২


অর্ধমৃত বৃক্ষের আর্তনাদ
আমি পৃথিবীর বুকে এসেছিলাম,
আজ আমি তা ছেড়ে চলে গেলাম।
জগতের মানুষ খুবই নিষ্ঠুর,
তাই পৃথিবী ছেড়ে যাচ্ছি হে ঈশ্বর।

পাখির কলকাকলি ও গানে,
জীবনটা ছিল আমার বড়ই তানে।
যখন গ্রীষ্মের দুপুরের রৌদ্র,
তখন আমার ছায়ায় বসে দিন,
কাটাতোই না কত দরিদ্র ।

মানুষের কাছে তারাই শ্রেষ্ঠ,
কিন্তু আমার চোখে তারা নিকৃষ্ট।
মানুষের উপকারে আমরাই শ্রেষ্ঠ শীল,
তাই আমায় মেরে তারা হাসছে খিলখিল।

মাসুম আজাদ

বাংলাদেশ সময়: ২৩:৪৫:৪০ ● ৯৩৮ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ