গরিব ও হতদরিদ্র শিক্ষার্থীদের মধ্যে মানবতার একতার আরেকটি প্রগাম সম্পন্ন
Home Page »
পড়ালেখা ও সাজেশন্স।। »
গরিব ও হতদরিদ্র শিক্ষার্থীদের মধ্যে মানবতার একতার আরেকটি প্রগাম সম্পন্ন
বুধবার ● ১৯ জানুয়ারী ২০২২
বঙ্গনিউজঃ ২০১৭ সাল থেকে বিভিন্ন সামাজিক কাজ শুরু করে BD Clickersz নামের একটা সংঘঠন।পরবর্তীতে ২০২১ সালের আগস্ট মাসে যা মানবতার একতা নামে কাজ শুরু করে।এই সংঘঠনটি মানুষের মধ্যে সচেতনতামূলক মাস্ক বিতরণ,রমজানে এতিম ছেলে মেয়েদের ইফতার এর ব্যাবস্থা করা,রওশন আড়া বিদ্যানিকেতন নামের স্কুলে গরিব অসহায় ছেলেমেয়ের পড়াশোনার দায়িত্ব নেয়া থেকে শুরু করে বিভিন্ন সামাজিক কাজ করে আসতেছে দীর্ঘদিন যাবৎ।
গতকাল ১৮ই জানুয়ারি ২০২২ এ রওশন আড়া বিদ্যানিকেতন স্কুল এ গরিব অসহায় সুবিধাবঞ্চিত শিশুদের মাঝে বক্স,স্কুলের ব্যাগ,স্কেল,খাতা এবং কম্বল বিতরণ করা হয়।তাদের সাথে নিয়ে দুপুরের খাবার একসাথে খাওয়া হয়।সংঘঠনের অন্যতম প্রতিষ্ঠাতা ইরফানুল ইসলাম রাতুলের সাথে কথা বলে জানা যায় তাদের সংঘঠনের অন্যতম লক্ষগুলো হলোঃ
১।অসহায় মানুষের সেবা করা
২। রাস্তার কর্মহীন মানুষকে কাজের ব্যবস্থা করে দেওয়া
৩। পথ শিশুদের শিক্ষা ও মানসিক বিকাশ যতটুকু সম্ভব৷ ঠিক রাখা৷
৪৷ পথ শিশুদের নেশার জগত থেকে ফিরিয়ে আনা৷
৫।পথ শিশুদের জন্য স্কুল তৈরী করা
৬। প্রয়োজনে রক্তেদানের ব্যবস্থা করে দেওয়া
৭৷ এতিমখানা তৈরী করা।
মূলত এইসব ভিশনকে সামনে রেখেই এক গুচ্ছ মেধাবীদের নিয়ে কাজ করে যাচ্ছে নিরলসভাবে মানবতার একতা।প্রথমে ক্ষুদ্র পরিসরে হলেও আস্তে আস্তে তাদের পরিধি বাড়ছে এবং বাড়বে বলে জানান রাতুল এবং তিনি এ কাজে সকলের সাহায্য কামনা করেন
বাংলাদেশ সময়: ১৩:১৯:১৩ ●
১০৪৪ বার পঠিত
(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)