১৫ই ফেব্রুয়ারি থেকে শুরু হচ্ছে বইমেলা

Home Page » জাতীয় » ১৫ই ফেব্রুয়ারি থেকে শুরু হচ্ছে বইমেলা
সোমবার ● ১৭ জানুয়ারী ২০২২


 বইমেলা

বঙ্গনিউজঃ    চলমান করোনা পরিস্থিতির কারণে অমর একুশে গ্রন্থমেলা কমপক্ষে ২ সপ্তাহ পেছানোর সিদ্ধান্ত নিয়েছে সরকার। দুই সপ্তাহ পিছিয়ে ১৫ই ফেব্রুয়ারি থেকে মেলা শুরুর সিদ্ধান্ত হয়েছে বলে জানিয়েছে সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়। রোববার (১৬ই জানুয়ারি) দুপুরে সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয় এ বিষয়ে সিদ্ধান্তের কথা জানায়।

প্রতি বছরের পহেলা ফেব্রুয়ারি বইমেলা শুরু হলেও গত বছর ১৮ই মার্চ শুরু হয়েছিল। ওইদিন বিকেল ৩টায় গণভবন থেকে ভার্চুয়ালি বইমেলার উদ্বোধন করেছিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তার উদ্বোধনের পরই মেলা উন্মুক্ত হয় সবার জন্য। সেই মেলা চলার কথা ছিল ১৪ই এপ্রিল পর্যন্ত। কিন্তু করোনার প্রকোপে নির্ধারিত সময়ের দু’দিন আগেই শেষ হয় বইমেলা।

এ বছরও করোনা পরিস্থিতির কারণে নির্ধারিত সময়ের দুই সপ্তাহ পর বইমেলা শুরু করার সিদ্ধান্ত হয়েছে ।

বাংলাদেশ সময়: ১৩:১৬:৪৪ ● ১০১১ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ