চট্টগ্রামে করোনা আক্রান্ত ২৩৯, শনাক্তের হার ১২.২৯ শতাংশ

Home Page » প্রথমপাতা » চট্টগ্রামে করোনা আক্রান্ত ২৩৯, শনাক্তের হার ১২.২৯ শতাংশ
শনিবার ● ১৫ জানুয়ারী ২০২২


করোনার  নমুনা পরীক্ষা

বঙ্গনিউজঃ চট্টগ্রামে গত ২৪ ঘণ্টায় নতুন করে আরও ২৩৯ জনের করোনা শনাক্ত হয়েছে। শনাক্তের হার ১২ দশমিক ২৯ শতাংশ।

শনিবার (১৫ জানুয়ারি) চট্টগ্রাম জেলা সিভিল সার্জন কার্যালয়ের প্রকাশিত প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে। এর আগে শুক্রবার (১৪ জানুয়ারি) চট্টগ্রামে করোনা আক্রান্ত হয়েছিলেন ২৯৬ জন।

জেলা সিভিল সার্জন ডা. মোহাম্মদ ইলিয়াস চৌধুরী বলেন, চট্টগ্রামের ১০টি ল্যাবে ১ হাজার ৯৪৪ জনের নমুনা পরীক্ষা করে ২৯৬ জনের দেহে করোনা শনাক্ত হয়েছে। এর মধ্যে ২১৮ জনই চট্টগ্রাম নগরের বাসিন্দা। বাকি ২১ জনের মধ্যে সাতকানিয়ায় ২, আনোয়ারায় ৩, পটিয়াতে ৫, বোয়ালখালীতে ২, রাঙ্গুনিয়ায় ২, রাউজানে ২, হাটহাজারীতে ৩ ও সীতাকুণ্ড উপজেলার ২ জন রয়েছেন।

চট্টগ্রামে এখন পর্যন্ত ১ লাখ ৪ হাজার ৪২৭ জনের দেহে করোনা শনাক্ত হয়েছে। তাদের মধ্যে নগরের বাসিন্দা ৭৫ হাজার ৮৩২ জন। বাকি ২৮ হাজার ৫৯৫ জন বিভিন্ন উপজেলার।

করোনায় আক্রান্ত হয়ে চট্টগ্রামে এখন পর্যন্ত মোট ১ হাজার ৩৩৫ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে ৭২৫ জন নগরের, বিভিন্ন উপজেলায় মৃত্যু হয়েছে ৬১০ জনের।

২০২০ সালের ৩ এপ্রিল চট্টগ্রামে প্রথম করোনা রোগী শনাক্ত হয়। এরপর ৯ এপ্রিল ভাইরাসটিতে আক্রান্ত হয়ে প্রথম কোনো ব্যক্তির মৃত্যু হয়।

বাংলাদেশ সময়: ১৩:৩০:৩৮ ● ৫০৬ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ