মা হচ্ছেন পরীমণি বাবা শরিফুল রাজ

Home Page » বিনোদন » মা হচ্ছেন পরীমণি বাবা শরিফুল রাজ
মঙ্গলবার ● ১১ জানুয়ারী ২০২২


পরীমণি ও শরিফুল রাজ

বঙ্গনিউজঃ   ঢাকাই সিনেমার আলোচিত নায়িকা পরীমণি মা হতে যাচ্ছেন। তাঁর সন্তানের বাবা অভিনেতা শরিফুল রাজ। গতকাল দুপুরে ডাক্তারের কাছে গেলে মা হতে যাওয়ার সুখবর জানতে পেরেছেন এ দম্পতি।

শরিফুল রাজ গণমাধ্যমকে বলেন, আমার সন্তানের মা হতে যাচ্ছে পরী। সবার কাছে দোয়া চাই। কিছুদিন আগে এ সুখবর আমরা জানতে পারি, আজ ডাক্তার নিশ্চিত করলেন। গতকাল দুপুরে রাজ পরীমণির সঙ্গে হাসপাতালের একটি ছবি পোস্ট করে পরীকে ধন্যবাদ জানান। আর নিজেকে অভিনন্দন জানিয়েছেন নায়ক রাজ। জানা গেছে, গিয়াস উদ্দিন সেলিমের ওয়েব ফিল্ম ‘গুনিন’-এর সেটে দুজনের পরিচয় ও প্রেম। গেল বছরের ১৭ অক্টোবর অভিনেতা শরিফুল রাজের সঙ্গে পারিবারিক আয়োজনের মাধ্যমে বিয়ের আনুষ্ঠানিকতা সেরেছেন। এর আগে গণমাধ্যমে পরীমণির একাধিক বিয়ের খবর এসেছে। আর এটি রাজের প্রথম বিয়ে। র‌্যাম্প মডেল দিয়ে ক্যারিয়ার শুরু করা শরিফুল রাজ গেল বছর আলোচনায় আসেন ‘নেটওয়ার্কের বাইরে’ ওয়েব ফিল্মে কাজ করে। তাঁর প্রথম সিনেমা ‘আইসক্রিম’। এর আগে কাজ করেছেন ‘ন ডরাই’ সিনেমায়। মুক্তির অপেক্ষায় আছে ‘হাওয়া’, ‘পরাণ’, ‘রক্তজবা’ ও ‘দামাল’ এ চার সিনেমা। সিনেমার বাইরেও ওয়েব সিরিজ ও ফিল্মে নিয়মিত মুখ শরিফুল রাজ। মুক্তি পেয়েছে ‘মাইনকার চিপায়’, ‘ইনফিনিটি’, ‘বিলাপ’ ও ‘নেটওয়ার্কের বাইরে’। মুক্তির অপেক্ষায় আছে ওয়েব ফিল্ম ‘গুনিন’

বাংলাদেশ সময়: ১০:৫৮:২১ ● ৯৬৬ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ