যেখানেই নৌকা প্রার্থী সেখানেই গিয়ে ভোট চাইছেন রণজিত সরকার

Home Page » সারাদেশ » যেখানেই নৌকা প্রার্থী সেখানেই গিয়ে ভোট চাইছেন রণজিত সরকার
সোমবার ● ৩ জানুয়ারী ২০২২


------আল-আমিন সালমান :আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনের তারিখ ঘোষণার পর থেকেই নির্বাচনী মাঠ চষে বেড়াচ্ছেন প্রার্থীরা।পঞ্চম ধাপের নির্বাচনের তফশিল ঘোষণার পর থেকেই নৌকার মনোনীত প্রার্থীর পক্ষে ভোট চেয়ে বেড়াচ্ছেন সুনামগঞ্জ -১ আসনের আগামী দিনের কাণ্ডারী ও সিলেট জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক এডভোকেট রণজিত সরকার।


ইতোমধ্যে দেখা গেছে, এডভোকেট রণজিত সরকার যেখানে নৌকার প্রার্থী সেখানে গিয়ে নৌকার প্রার্থীর বিজয় সুনিশ্চিত করতে  মানুষের ধারে ধারে ভোট চেয়ে বেড়াচ্ছেন। নির্বাচনী প্রচারণা সভায় ঐক্যবদ্ধ হয়ে কর্মীদের কাজ করার আহ্বান জানাচ্ছেন।

এই বিষয়ে সিলেট জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক এডভোকেট রণজিত সরকার বলেন,বঙ্গবন্ধু কণ্যা জননেত্রী শেখ তৃণমূলের উন্নয়নের ধারাকে ত্বরান্বিত করতে স্থানীয় সরকার ইউনিয়ন পরিষদে বাংলাদেশ আওয়ামী লীগের দলীয় মনোনয়ন দিয়েছেন। সুনামগঞ্জ -১ আসনের ধর্মপাশা, মধ্যনগর ও জামালগঞ্জ উপজেলার বিভিন্ন ইউনিয়নে মানুষের ধারে ধারে গিয়ে নৌকার পক্ষে ভোট চেয়েছি।আশা করি ৫ জানুয়ারি ওই ইউনিয়ন গুলোতে নৌকার বিজয় সুনিশ্চিত হবে।---

বাংলাদেশ সময়: ২২:৪২:৫২ ● ১৩১৪ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ