মধ্যনগরে স্বতন্ত্র প্রার্থীর সমর্থকদের উপর হামলার অভিযোগ

Home Page » সারাদেশ » মধ্যনগরে স্বতন্ত্র প্রার্থীর সমর্থকদের উপর হামলার অভিযোগ
রবিবার ● ২ জানুয়ারী ২০২২


---

স্টাফ রিপোর্টার, বঙ্গ-নিউজ:সুনামগঞ্জ জেলার মধ্যনগর উপজেলার বংশীকুন্ডা (উঃ) ইউনিয়নের স্বতন্ত্র চেয়ারম্যান পদপ্রার্থী বিল্লাল হোসাইনের সমর্থকদের উপরে অর্তকিত হামলার অভিযোগ উঠেছে। জানা যায়,গত শুক্রবার দিবাগত সাড়ে এগারোটায় দিকে উপজেলার বংশীকুন্ডা (উঃ) ইউনিয়নের কালাগড় গ্রাম থেকে স্বতন্ত্র চেয়ারম্যান পদপ্রার্থী বিল্লাল হোসাইনের সমর্থকেরা জনসংযোগ করে ফেরার পথে কালাগড় স্কুলের সামনের রাস্তায় যৌথভাবে পথ অবরোধ করেন দলীয় প্রার্থী আনোয়ার হোসেন ও বিদ্রোহী প্রার্থী জালাল উদ্দীনের লোকজন।পরে আবার মহিষখলা বাজারের কালাগড় রোড অবরোধ স্বতন্ত্র চেয়ারম্যান পদপ্রার্থী বিল্লাল হোসাইনের লোকজনদের উপর দেশীয় অস্ত্র ও লাঠিসোটা নিয়ে যৌথভাবে হামলা চালায় দলীয় প্রার্থী আনোয়ার হোসেন ও বিদ্রোহী প্রার্থী জালাল উদ্দীনের লোকজন । এতে স্বতন্ত্র প্রার্থী বিল্লাল হোসাইনের ১৫-২০ জন সমর্থক আহত হয়েছে।অন্যদের প্রাথমিক চিকিৎসা শেষে ছেড়ে দেওয়া হয় । বাকি ৩ জন কে ধর্মপাশা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। এছাড়াও বিল্লাল হোসাইনের সমর্থকদের দুটি মোটর সাইকেল ভাঙ্গচুর করা হয়েছে। এই হামলার নেতৃত্ব দেন মাটিয়ারবন প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক শরীফ আহম্মেদ ওরফে শরীফ মাস্টার। স্বতন্ত্র চেয়ারম্যান পদপ্রার্থী বিল্লাল হোসাইন বলেন,গতকাল রাতে জনসংযোগ করে ফেরার পথে দলীয় চেয়ারম্যান পদপ্রার্থী আনোয়ার হোসেন ও বিদ্রোহী চেয়ারম্যান পদপ্রার্থী জালালউদ্দিনের লোকেরা যৌথভাবে আমার সমর্থকদের উপর হামলা চালিয়ে ১৫-২০ লোককে আহত করেছে।গুরুতর অবস্থায় ৩ জনকে ধর্মপাশা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। নির্বাচনের শুরু থেকেই তারা আমাকে জনসংযোগে বাঁধা দিয়ে যাচ্ছে। এখনও এরা আমার সমর্থকদের হুমকি ধামকি দিচ্ছে। বিদ্রোহী প্রার্থী জালাল উদ্দীন বলেন,বহিরাগত লোকজন দিয়ে পরিকল্পিতভাবে আমার লোকদের উপর হামলা চালিয়েছে বিল্লাল হোসাইনে সমর্থকেরা। বংশীকুন্ডা (উঃ) ইউনিয়নে আওয়ামী লীগের মনোনীত দলীয় চেয়ারম্যান পদপ্রার্থী আনোয়ার হোসেনের সাথে মুঠোফোনে যোগাযোগ করলে তিনি ফোন রিসিভ করেননি। মধ্যনগর থানার ওসি নির্মল চন্দ্র দেব জানান,ঘটনার পর আমি ঘটনাস্থলে সাথে সাথে ফোর্স পাঠিয়েছিলাম।অভিযোগ পেলে তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

বাংলাদেশ সময়: ১৯:০৫:১১ ● ৭৫২ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ