বাংলাদেশের জনপ্রিয় একজন উদ্যোক্তা মোসা: সাহিদা সরকার রত্না
Home Page »
সারাদেশ »
বাংলাদেশের জনপ্রিয় একজন উদ্যোক্তা মোসা: সাহিদা সরকার রত্না
রবিবার ● ২ জানুয়ারী ২০২২
SoNu Pradhan বঙ্গনিউজঃ ২০২২ সালের নতুন বছরের প্রথম দিনেই জাতীয় জাদুঘরের বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব মিলনায়তনে বাংলাদেশ হস্তশিল্প এসোসিয়েশন এর আয়োজনে উদ্যোক্তা মহা সম্মেলন ও খুদ্র ও কুটিরশিল্প প্রদর্শনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। খুদ্র ও কুটিরশিল্পের নারী উদ্যোক্তা নরসিংদী জেলায় জন্ম গ্রহন করা একজন সফল উদ্যোগতা হলেন মোসা: সাহিদা সরকার রত্না তাঁর সাথে কথা হলে তিনি গনমাধ্যমকে জানান বাংলাদেশের খুদ্র কুটির শিল্প নিয়ে তিনি সব সময় কাজ করে যাবেন। মোসা: সাহিদা সরকার রত্না তিনি ফুল জুট এন্ড হ্যান্ডিক্রাফট এর ফাউন্ডার। বাংলাদেশ হস্তশিল্প এসোসিয়েশন এর উদ্যোক্তা মহা সম্মেলনে মেকাপ অটিস্ট স্পন্সর ছিলেন মনির বিউটি লাউঞ্জ এবং ওদিন উপস্থিত ছিলেন মনির বিউটি লাউঞ্জের চেয়ারম্যান ও আন্তর্জাতিক মানের ব্রাইডল মেকাপ অটিস্ট মনির হোসাইন। উদ্যোক্তা মহাসম্মেলন খুদ্র ও কুটিরশিল্প প্রদর্শনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয় জাদুঘরের মহাপরিচালক খন্দকার মোস্তাফিজুর রহমান (এনডিসি) বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মো:আবদুল হামিদ খান পরিচালক (বাস্তবায়ন মনিটরিং ও যুব সংগঠন) যুব উন্নয়ন অধিদপ্তর বিশেষ অতিথি হিসেবে আরো উপস্থিত ছিলেন বিবি রাসেল এবং মডেল হিসেবে উপস্থিত ছিলেন রিভা ও তিশা সহ আরো অনেকে।
বাংলাদেশ সময়: ১৭:২৪:২৭ ●
৯১৯ বার পঠিত
(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)