মধ্যনগরে নৌকার প্রার্থীর নির্বাচনী প্রচারণা সভা

Home Page » সারাদেশ » মধ্যনগরে নৌকার প্রার্থীর নির্বাচনী প্রচারণা সভা
শনিবার ● ১ জানুয়ারী ২০২২


মধ্যনগরে নৌকার প্রার্থীর নির্বাচনী প্রচারণা সভাস্টাফ রিপোর্টার, বঙ্গ-নিউজ:সুনামগঞ্জ জেলার মধ্যনগর উপজেলার আসন্ন  বংশীকুন্ডা (দঃ) ইউনিয়ন পরিষদ নির্বাচনে বাংলাদেশ আওয়ামী লীগ মনোনীত চেয়ারম্যান পদপ্রার্থী আজিম মাহমুদের নির্বাচনী প্রচারণা সভা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (১ জানুয়ারি)সন্ধ্যায় উপজেলার বংশীকুন্ডা (দঃ)  ইউনিয়নের হামিদপুর চৌরাস্তায় আব্দুল মালেকের সভাপতিত্বে ও রুবেল মিয়ার  সঞ্চালনায় এতে বক্তব্য দেন উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি  আব্দুর রাজ্জাক,  মধ্যনগর থানা আওয়ামী লীগের সাবেক যুগ্ম আহ্বায়ক মোবারক হোসেন তালুকদার,শিক্ষক নেতা শামীউল কিবরিয়া তালুকদার,উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক বিদ্যুত কান্তি সরকার,যুগ্ম সাধারণ সম্পাদক মেহেদী হাসান উজ্জ্বল,সাংগঠনিক সম্পাদক কামাল হোসেন, শেখ রাজু আহম্মেদ,ইউনিয়ন যুবলীগের যুগ্ম আহ্বায়ক মোজাম্মেল হক মোশারফ,রবিউস সানি মিশু প্রমুখ।

বক্তারা তাদের বক্তব্যে বলেন, আগামী ৫ জানুয়ারি আমাদের ভোটের মাধ্যমে নৌকার বিজয় সুনিশ্চিত করতে হবে।কারন নৌকা স্বাধীনতার প্রতীক।তাই উন্নয়নের ধারা অব্যাহত রাখতে আমাদের নৌকার বিকল্প কিছু নেই।

বাংলাদেশ সময়: ২১:৫৫:০৭ ● ৫৫৬ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ