জয়পুরহাট চিনিকলে আখ মাড়াই শুরু

Home Page » অর্থ ও বানিজ্য » জয়পুরহাট চিনিকলে আখ মাড়াই শুরু
শুক্রবার ● ৩১ ডিসেম্বর ২০২১


চিনিকলে আখ মাড়াই শুরু
বঙ্গনিউজঃ   গত মৌসুমের ৭৫ কোটি টাকা লোকসানের বোঝা নিয়েই দেশের সর্ববৃহৎ জয়পুরহাট চিনিকলের উৎপাদন শুরু হচ্ছে আজ। এই মৌসুমে ৩০ হাজার মেট্রিক টন আখ মাড়াই হবে দেশের বৃহত্তম চিনি উৎপাদনকারী প্রতিষ্ঠান জয়পুরহাট চিনিকলে।

এর মধ্যে রয়েছে জয়পুরহাট এলাকার ২৫ হাজার মেট্রি টন আখ ও রংপুরের মহিমাগঞ্জ চিনিকল এলাকার ৫ হাজার মেট্রিক টন আখ। এবার ৩০ হাজার মেট্রিক টন আখ মাড়াই করে ১ হাজার ৮০০ মেট্রিক টন চিনি চিনি উৎপাদনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে চিনিকল কতৃপক্ষ।

১৯৬২-৬৩ মৌসুমে যাত্রা শুরু করা জয়পুরহাট চিনিকলটির এবার হবে ৫৯ তম আখ মাড়াই মৌসুম। ৫৯ মাড়াই মৌসুমের মধ্যে ১৫টিতে এ চিনিকল লাভের মুখ দেখেছে। বাকি সব মাড়াই মৌসুমে চিনিকলটি কমবেশি লোকসান গুনেছে। বর্তমানে এ চিনিকলে পুঞ্জীভূত লোকসানের পরিমাণ প্রায় ৪০০ কোটি টাকা।
জয়পুরহাট চিনিকলের ব্যবস্থাপনা পরিচালক রাব্বিক হাসান জানান, জয়পুরহাটের সংসদ সদস্য সামছুল আলম দুদু এবার মাড়াই মৌসুম উদ্বোধন করবেন। গতবারের মতো এবারও মিলগেটে আখের মূল্য কুইন্টাল প্রতি ৩৫০ এবং বাহিরের কেন্দ্রগুলো থেকে ৩৪৩ টাকা দরে আখ কেনা হবে। মোবাইল ব্যাংক একাউন্টের মাধ্যমে আখচাষিদের আখের মূল্য পরিশোধের উদ্যোগ নিয়েছে চিনিকল কর্তৃপক্ষ।

বাংলাদেশ সময়: ১৩:৩৬:৩৬ ● ৬৮৬ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ