মধ্যনগরে নৌকার নির্বাচনী অফিস ভাঙ্গচুরের অভিযোগ

Home Page » সারাদেশ » মধ্যনগরে নৌকার নির্বাচনী অফিস ভাঙ্গচুরের অভিযোগ
বৃহস্পতিবার ● ৩০ ডিসেম্বর ২০২১


মধ্যনগরে নৌকার  নির্বাচনী অফিস ভাঙ্গচুরের অভিযোগস্টাফ রিপোর্টার,বঙ্গ-নিউজঃসুনামগঞ্জ জেলার মধ্যনগর উপজেলা বংশীকুন্ডা (দঃ) ইউনিয়নে বাংলাদেশ আওয়ামী লীগের মনোনীত চেয়ারম্যান পদপ্রার্থী আজিম মাহমুদের নির্বাচনী অফিস ভাঙ্গচুরের অভিযোগ  পাওয়া গেছে।বৃহস্পতিবার (৩০ ডিসেম্বর)  বিকাল ৪ টার  দিকে উপজেলার বংশীকুন্ডা (দঃ)  ইউনিয়নের চান্দালীপাড়া আনন্দ  বাজারে স্বতন্ত্র চেয়ারম্যান পদপ্রার্থী সাইদুর রহমানের সমর্থকদের সহযোগিতায়  বাংলাদেশ আওয়ামী লীগের দলীয় মনোনীত চেয়ারম্যান পদপ্রার্থী আজিম মাহমুদের নির্বাচনী অফিস ভাঙ্গচুরের অভিযোগ ও হামিদপুর চৌরাস্তা বাজারে নির্বাচনী অফিসের দায়িত্বে থাকা  সমর্থকদের হুমকি প্রদর্শণ করে প্রচারণায় বাঁধা প্রদানের অভিযোগ  উঠেছে  ।

নৌকার মনোনীত চেয়ারম্যান  পদপ্রার্থী আজিম  মাহমুদ বলেন,স্বতন্ত্র প্রার্থী সাইদুর রহমানের  সমর্থকেরা  চান্দালীপাড়া আনন্দ বাজারে  আমার নির্বাচনী অফিস ভাঙ্গচুর করেছে।এবং আমার সমর্থকদের  উপর হামলা চালিয়ে ৮-৯ লোককে আহত  করেছে।আমার একজন সমর্থক কলমাকান্দা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আহত হয়ে ভর্তি আছে।

স্বতন্ত্র চেয়ারম্যান পদপ্রার্থী সাইদুর রহমান বলেন, আমার কোনো সমর্থক নৌকার নির্বাচনী অফিস ভাঙ্গচুর করেনি।উল্টো তারা আমাদের অফিস ভাঙ্গচুর করেছে।মধ্যনগর থানার ওসি নির্মল চন্দ্র দেব জানান,বংশীকুন্ডা (দঃ) ইউনিয়নে নৌকার  মনোনীত প্রার্থী আজিম মাহমুদের নির্বাচনী অফিস ভাঙ্গচুরের অভিযোগ পেয়েছি।আমরা ঘটনাস্থলে যাচ্ছি। তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে

বাংলাদেশ সময়: ২৩:৪৭:৩৮ ● ৪৯০ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ