র‍্যাংগস ইলেকট্রনিক্স এর বিরুদ্ধে মামলায় সুষ্ঠু তদন্তের তাগিদ

Home Page » অর্থ ও বানিজ্য » র‍্যাংগস ইলেকট্রনিক্স এর বিরুদ্ধে মামলায় সুষ্ঠু তদন্তের তাগিদ
সোমবার ● ২০ ডিসেম্বর ২০২১


র‍্যাংগস  ইলেকট্রনিক্স এর বিরুদ্ধে মামলায় সুষ্ঠু  তদন্তের তাগিদ

বঙ্গনিউজঃ     অপরাধমূলক বিশ্বাসভঙ্গ ও প্রতারণার অভিযোগে র‌্যাংগস ইলেকট্রনিক্স লিমিটেডের চেয়ারম্যান অ্যান্ড ম্যানেজিং ডিরেক্টর আক্তার হুসাইনসহ ৪ জনের বিরুদ্ধে দায়ের করা মামলায় সুষ্ঠু তদন্তের তাগিদ দিয়েছেন আদালত। ঢাকা আইনজীবী সমিতির বিজ্ঞ এডভোকেট কামরুন নাহার লিজার দায়ের করা সি.আর. ৭১৮/২১ নং মামলায় গতকাল রোববার (১৯ ডিসেম্বর) ঢাকার বিজ্ঞ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট শহিদুল ইসলামের আদালত এ আদেশ দেন। আদালত সূত্রে জানা যায়, গতকাল উক্ত মামলায় তদন্ত প্রতিবেদন দাখিলের তারিখ ছিল। কিন্তু মামলার তদন্ত শেষ না হওয়ায় তদন্তকারী কর্মকর্তা তদন্ত প্রতিবেদন দাখিল করতে পারেননি। বাদী আদালতে এক দরখাস্ত দাখিল করে র‌্যাংগস ইলেকট্রনিক্স এর বিতর্কিত এ.সি. নকল কিনা তা বিশেষজ্ঞ দ্বারা পরীক্ষা করানোসহ দ্রুত মামলার সুষ্ঠু তদন্ত সম্পন্ন করার আবেদন করেন। বিজ্ঞ আদালত বাদীর দরখাস্ত আমলে নিয়ে তাগিদপত্র ইস্যু করার আদেশ দেন। এ প্রসঙ্গে বাদী এডভোকেট কামরুন নাহার লিজার সাথে যোগাযোগ করা হলে তিনি বঙ্গনিউজ-কে জানান- বিভিন্ন নিত্যপ্রয়োজনীয় পণ্যের বাজারে ব্যাপক চাহিদা থাকার সুযোগে বিভিন্ন কোম্পানি গ্রাহকদের নিকট ভেজাল ও নকল পণ্য বিক্রি করে অবৈধভাবে বিপুল অংকের টাকা হাতিয়ে নিচ্ছে এবং সহজ-সরল গ্রাহকদের প্রতারিত করে আসছে। জনস্বার্থে তিনি মামলাটি দায়ের করেছেন বলে জানান। তার মতে বিবাদী কতো বড় কোম্পানি বা প্রতিষ্ঠান তা বিবেচ্য হওয়া উচিত নয়, বিবাদীপক্ষ অপরাধ করেছে কিনা তা বিবেচনায় নিয়ে তদন্ত হওয়া উচিত। তিনি বলেন, সাধারণ গ্রাহকদের স্বার্থে তিনি আইনী লড়াই চালিয়ে যাবেন। উল্লেখ্য যে, গত ১৯ সেপ্টেম্বর অপরাধমূলক বিশ্বাসভঙ্গ ও প্রতারণার অভিযোগে র‌্যাংগস ইলেকট্রনিক্স লিমিটেডের চেয়ারম্যান অ্যান্ড ম্যানেজিং ডিরেক্টর আক্তার হুসাইনসহ ৪ জনের বিরুদ্ধে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট শহিদুল ইসলামের আদালতে এডভোকেট কামরুন নাহার লিজা মামলাটি দায়ের করেন। আদালত বাদীর জবানবন্দি গ্রহণ করে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনকে (পিবিআই) অভিযোগের বিষয়ে তদন্ত করে প্রতিবেদন দাখিলের নির্দেশ দেন। বর্তমানে মামলার তদন্ত চলমান রয়েছে।

বাংলাদেশ সময়: ১৪:০৬:৩৮ ● ৯০১ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ