মধ্যনগরে চেয়ারম্যান প্রার্থীর মনোনয়ন প্রত্যাহার

Home Page » সারাদেশ » মধ্যনগরে চেয়ারম্যান প্রার্থীর মনোনয়ন প্রত্যাহার
রবিবার ● ১৯ ডিসেম্বর ২০২১


---স্টাফ রিপোর্টার, বঙ্গ-নিউজ:সুনামগঞ্জ জেলার মধ্যনগর উপজেলার বংশীকুন্ডা (দঃ)  ইউনিয়নের স্বতন্ত্র চেয়াম্যান  পদপ্রার্থী মো.শফিকুল  ইসলাম তার  প্রার্থীতা প্রত্যাহার করেছেন।

মঙ্গলবার (১৯ ডিসেম্বর) বিকালে উপজেলা রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে বংশীকুন্ডা (দঃ) ইউনিয়নের স্বতন্ত্র চেয়ারম্যান পদপ্রার্থী  মো.শফিকুল ইসলাম তার প্রার্থীতা প্রত্যাহার করেন।

স্বতন্ত্র চেয়ারম্যান পদপ্রার্থী শফিকুল ইসলাম  জানান,বংশীকুন্ডা (দঃ) ইউনিয়নে তৃণমূলে আমার জনসমর্থন থাকা সত্ত্বেও সুনামগঞ্জ -১ আসনের সংসদ সদস্য ইঞ্জিনিয়ার মোয়াজ্জেম হোসেন রতন এর নির্দেশে ও জননেত্রী শেখ হাসিনার মনোনীত নৌকার প্রার্থী আজিম মাহমুদের বিজয় সুনিশ্চিত করার লক্ষে আমি আমার মনোনয়ন প্রত্যাহার করেছি।

ধর্মপাশা উপজেলার সিনিয়র মৎস্য কর্মকর্তা ও রিটার্নিং কর্মকর্তা সালমুন হাসান বিপ্লব বলেন,বিকাল ৩ টার দিকে প্রার্থীতা প্রত্যাহার করে মো. শফিকুল আবেদন করলে আমরা সেই আবেদন উপজেলা নির্বাচন কমিশনের কাছে পাঠিয়েছি।

বাংলাদেশ সময়: ২০:৩১:৫৮ ● ১৪৫৪ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ