প্রফেসর নেছার ইউ আহমেদের কবিতা ‘আমার লাল সবুজের পতাকা’

Home Page » সাহিত্য » প্রফেসর নেছার ইউ আহমেদের কবিতা ‘আমার লাল সবুজের পতাকা’
বৃহস্পতিবার ● ১৬ ডিসেম্বর ২০২১


আমার লাল সবুজের পতাকা

বিশাল সোহরাওয়ার্দী উদ্যানে
মনে প্রানে উৎসাহ উদ্দোমে,
লক্ষ লক্ষ ছাত্র শ্রমিক জনতা
বজ্রকন্ঠে,
বঙ্গবন্ধুর ঘোষিত স্বাধীনতা।

উদ্দীপনায় জাগে সাত কোটি জনতা
জন্মিলো আমার লাল সবুজের পতাকা।

কত কত মায়ের বুকফাটা কান্নায়
লাখো জনতার বিপ্লবী চেতনায়

উদ্বুদ্ধ মুষ্টিবদ্ধ প্রতিজ্ঞায় হাঁকা
উড়েছে আমার লাল সবুজের পতাকা।

নিয়ে তাঁরা মুক্তির শপথ
মরনে প্রস্তুত, যুদ্ধের পথ।

সবুজ দেশের বুকে
শহীদের রক্ত মেখে

প্রকাশে যুদ্ধজয়ী স্বাধীনতার কথা..
উড়িয়ে আমার লাল সবুজের পতাকা।

এ যেন সিক্ত সবুজ, ধানের ক্ষেতের ছবি
অঙ্কিত চিত্র, বৃত্ত হয়ে উঠে রবি।

নদীর কলতান, কত রাখালের গান
উড়ছে পতাকা, বিজয়ী নিশান‌।

উদ্দীপনার আগুন ধরিয়ে
বীরের বুকের রক্ত ঝরিয়ে।

লিখেছে আমার ঠিকানা
সেই লাল সবুজের নিশানা।

তাঁরা ধরেছেন নিজের জীবন বাজি
দেশের তরে হয়েছেন শহীদ-গাজী।

কত হাজারো জীবনের বিনিময়
উন্নত শিরে উঠে আমার পরিচয়।

যাদের ত্যাগের মহিমায় এই সম্ভার
তাঁরাই তো জাতির শ্রেষ্ঠ অহংকার।

সোনালী অক্ষরে লেখা ইতিকথা
আমাদের লাল সবুজের পতাকা।

গাঁয়ের দামাল ছেলে,
কাগজে রং মেখে
উল্লাসে তার স্বাধীনতা।

মায়ের আঁচল কেটে
বাঁশের কঞ্চিতে এঁটে,
প্রকাশ্যে মুক্তির কথা।

অবশেষে আসে বিজয়ে আঁকা
আমাদের এই লাল সবুজের পতাকা।

বীর শহীদের রক্তে মাখা
এই লাল সবুজের পতাকা।

তোমার আমার
বিশ্বের বুকে স্বাধীন বেঁচে থাকা
উড়িয়ে লাল সবুজের পতাকা।
আমাদের লাল সবুজের পতাকা।

প্রফেসর নেছার ইউ আহমেদ

প্রফেসর নেছার ইউ আহমেদে আমেরিকার ফ্লোরিডা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির প্রফেসর। তিনি আমাদের বাংলাদেশের অহংকার, কারন আমেরিকাতে তিনি ৪বার শ্রেষ্ঠ শিক্ষক হিসেবে পুরষ্কার অর্জন করেছেন। লাল সবুজ পতাকার সঙ্গে আমরা এমন বাঙ্গালীদেরকে সালাম জানাই ।

বাংলাদেশ সময়: ১০:৪৪:২৬ ● ২১১৬ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ