মধ্যনগরে স্বতন্ত্র প্রার্থী সাইদুর রহমানের মোটরসাইকেল শোডাউন

Home Page » সারাদেশ » মধ্যনগরে স্বতন্ত্র প্রার্থী সাইদুর রহমানের মোটরসাইকেল শোডাউন
মঙ্গলবার ● ১৪ ডিসেম্বর ২০২১


---মধ্যনগর প্রতিনিধি:সুনামগঞ্জ জেলার মধ্যনগর উপজেলার বংশীকুন্ডা (দঃ) ইউনিয়ন পরিষদ নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী সাইদুর রহমানের নির্বাচনী প্রচারণার অংশ হিসেবে ইউনিয়ন ব্যাপী মোটরসাইকেল শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার দুপুর ১২ টার দিকে উপজেলার বংশীকুন্ডা (দঃ) ইউনিয়নের সাতুর নতুন বাজার থেকে মিছিলটি শুরু হয়ে ইউনিয়নের প্রধান সড়ক গুলো প্রদক্ষিণ করে  আবার ঐ স্থানে এসে শেষ হয়।

এই বিষয়ে স্বতন্ত্র প্রার্থী সাইদুর রহমান বলেন,আগামী ৫ জানুয়ারি বংশীকুন্ডা (দঃ) ইউনিয়নে একটি সুন্দর সুষ্ঠু নির্বাচন হবে।আমি স্বতন্ত্র প্রার্থী হিসেবে বিভিন্ন স্থানে জনসংযোগ করে যাচ্ছি। আজকে হঠাৎ করেই এলাকাবাসী মিলেমিশে এই মোটরসাইকেল শোভাযাত্রা আয়োজন করে।এর পূর্বে আমি এই ইউনিয়নের চেয়ারম্যান নির্বাচিত হয়েছিলাম।সুখে দুঃখে গরীব দুঃখী মেহনতী মানুষের পাশে ছিলাম।এবার জনগণের ভোটে আবারও চেয়ারম্যান নির্বাচিত হব ইনশাআল্লাহ।

বাংলাদেশ সময়: ২২:৩০:৪৫ ● ১০৪২ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ