জাবিতে মিশন এক্সট্রিম সিনেমা!

Home Page » বিনোদন » জাবিতে মিশন এক্সট্রিম সিনেমা!
শনিবার ● ১১ ডিসেম্বর ২০২১


জাবিতে মিশন এক্সট্রিম সিনেমা
নুরুজ্জাজামান শুভ,  জাবি প্রতিনিধি, বঙ্গনিউজঃ    জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ৪২ ব্যাচের সমাপনী অনুষ্ঠানের ফ্লিম ফেস্টিভ্যালে চলছে বর্তমান সময়ের আলোচিত সিনেমা মিশন এক্সট্রিম।

আজ দুপুর সাড়ে তিনটা থেকে বিশ্ববিদ্যালয়ের জহির রায়হান মিলনায়তনে।জাবি শিক্ষার্থীদের উপচে পড়া ভিড়ের কারণে আয়োকররা রাত রাত সাড়ে ৭টায় ২য় শো চালিয়েছে।

প্রথম শো চলাকালীন সময়ে উপস্থিত ছিলেন মিশন এক্সট্রিম সিনেমার পরিচালক ও জাবির সাবেক শিক্ষার্থী সানী সানোয়ার।তিনি বঙ্গনিউজের সাথে আলাপকালে বলেন, এই সিনেমার মাধ্যমে আমরা জঙ্গিবাদ বিরোধী মেসেজ,ইয়াং জেনারেশন যেন জঙ্গিবাদে জড়িয়ে না পড়ে,দেশের নিরাপত্তা রক্ষায় পুলিশের ভূমিকা এবং বাংলা চলচ্চিত্রকে একটি সময়োপযোগী বিনোদনমূলক,থ্রিলার,একশন সিনেমা উপহার দেওয়ার চেষ্টা করেছি।আগামী ইদ উল ফিতরে (২০২২) মিশন এক্সট্রিমের ২য় সিক্যুয়েল আসবে।

অনুষ্ঠানে ৪২ ব্যাচের রাজা সিফাত,রাণী সোভা,আহবায়ক ইসমাইল হোসেন সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।

সিনেমাটি দেখে দর্শকরা খুবই প্রশংসা করেছেন।এই ধরনের সিনেমা বেশি বেশি নির্মাণ করা গেলে বাংলা সিনেমার সুদিন ফিরে আসবে বলে দর্শকরা আশাবাদ ব্যক্ত করেছেন।

আগামী ২৩-২৫শে ডিসেম্বরে জাবি ৪২ ব্যাচের শিক্ষা সমাপনীর মূল অনুষ্ঠান অনুষ্ঠিত হবে।।

বাংলাদেশ সময়: ০:০০:৪৫ ● ১১২৫ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ