মধ্যনগরে স্বতন্ত্র প্রার্থী সাইদুর রহমানের মনোনয়ন দাখিল

Home Page » সারাদেশ » মধ্যনগরে স্বতন্ত্র প্রার্থী সাইদুর রহমানের মনোনয়ন দাখিল
বুধবার ● ৮ ডিসেম্বর ২০২১


---স্টাফ করেসপন্ডেট:সুনামগঞ্জ জেলার মধ্যনগর উপজেলা বংশীকুন্ডা (দঃ)  ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ও আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে তৃণমূলের সমর্থিত স্বতন্ত্র প্রার্থী সাইদুর রহমান মনোনয়ন পত্র দাখিল করেছেন।

বুধবার দুপুরে সমর্থকদের সাথে নিয়ে  উপজেলা রিটানিং অফিসার ও সিনিয়র মৎস্য কর্মকর্তা সালমুন হাসান বিপ্লবের কার্যালয়ে মনোনয়ন পত্র দাখিল করেন তিনি।

এই বিষয়ে স্বতন্ত্র প্রার্থী সাইদুর রহমান বলেন,বিগত সময়ে জনগণ আমাকে বিপুল পরিমাণ ভোটে বংশীকুন্ডা (দঃ)  ইউনিয়নে চেয়ারম্যান নির্বাচিত করেছিল।এই বছর তৃনমুলের সমর্থনে আমি স্বতন্ত্র প্রার্থী হিসেবে জনসংযোগ করে যাচ্ছি এবং আজকে আমি মনোনয়ন পত্র দাখিল করেছি।যদি সুষ্ঠু পরিবেশে নির্বাচন সম্পন্ন হয় তাহলে আমি চেয়ারম্যান নির্বাচিত হব ইনশাআল্লাহ।

বাংলাদেশ সময়: ২১:৩৮:০০ ● ৮০৯ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ