মধ্যনগর থানা পুলিশের সহায়তায় ৯ বছর পর মেয়ের সন্ধান পেলেন বাবা
Home Page »
সারাদেশ »
মধ্যনগর থানা পুলিশের সহায়তায় ৯ বছর পর মেয়ের সন্ধান পেলেন বাবা
শুক্রবার ● ৩ ডিসেম্বর ২০২১
আল-আমিন সালমান,বঙ্গ-নিউজ: আমাদের জীবন সিনেমার কাহিনীর মতো। সংক্ষিপ্ত এই জীবনে প্রিয়জনকে হারানো যেমন কষ্টের তেমনি দীর্ঘদিন পর খোঁজে পাওয়া সবচেয়ে বেশী আনন্দের। এমনটাই ঘটেছে সুনামগঞ্জ জেলার মধ্যনগর উপজেলার বংশীকুন্ডা (দঃ) ইউনিয়নের তেলীগাঁও গ্রামে। হারিয়ে যাওয়ার দীর্ঘ নয় বছর পর মধ্যনগর থানা পুলিশের সহায়তায় মেয়ে রানু(১৯) কে খুঁজে পেলেন বাবা মনসুর আলী। জানা যায়,২০১২ সালের দিকে উপজেলার বংশীকুন্ডা (দঃ) ইউনিয়নের তেলীগাঁও গ্রামে বানু নামের এক মহিলা একই গ্রামের মনসুর আলীর মেয়ে রানু কে বাসা বাড়ির কাজের জন্য ঢাকার রূপনগর এলাকায় একটি বাসায় নিয়ে গৃহ পরীচিকার কাজ দেয়।তখন তার বয়স মাত্র ১০ বছর। সেখানে রানু কিছুদিন থাকার পর হঠাৎ একদিন হারিয়ে যায়। পরে ওই বাসার কাজের মেয়ে রানু কে খোঁজাখুজি করে না পেয়ে বাসার মালিক রানু ও তার বাবার নামে চুরির অপবাদ দিয়ে রূপনগর থানায় মামলা করেন।রানু তার পরিচয় সঠিকভাবে বলতে পারত না। হারিয়ে যাওয়ার পর ঢাকার রাস্তায় ঘুরে বেড়ায় সে।অনেক কষ্টের পর আবার ঢাকার অন্য একটি বাসায় গৃহ পরীচিকার কাজ যোগার করে নিয়ে সেখানে দীর্ঘদিন ধরে থাকছে সে।এইভাবে কেটে যায় দীর্ঘ নয় বছর।সেই বাসার মালিকের এক আত্মীয় জনৈক ড.আলাউদ্দিন রানুর কাছে তার পরিচয় ও ঠিকানা জানতে চাইলে সঠিকভাবে সে তা বলতে পারিনি।ঠিকানা বললে শুধু মধ্যিনাগর ও চট্টগ্রামের কথা বলত।অবশেষে ড. আলাউদ্দিন খোঁজাখুঁজি করে সুনামগঞ্জের মধ্যনগর থানার সন্ধান পান। পরে ড. আলাউদ্দিন ইন্টারনেট ঘেঁটে মধ্যনগর থানার অফিসার ইনচার্জের ফোন নম্বর সংগ্রহ করেন।গত ২০ নভেম্বর রানুর পরিচয় নিয়ে ড. আলাউদ্দিনের মধ্যনগর থানার ওসি নির্মল চন্দ্র দেব কে ফোন দিয়ে কথা বলেন। পরে মধ্যনগর থানা পুলিশ বংশীকুন্ডা (দঃ) ইউনিয়নের তেলীগাঁও গ্রামে রানুর খোঁজ করে জানতে পারে সে ওই গ্রামের হারিয়ে যাওয়া মনসুর আলীর মেয়ে।মধ্যনগর থানার ওসি নির্মল চন্দ্র দেব রানুর পরিচয় নিয়ে কথা বলেন ড. আলাউদ্দিনের সাথে।অবশেষে ফোনে যোগাযোগ করে রানুর বাবা মনসুর আলী কে ঢাকার মিরপুরে পাঠায় পুলিশ। দীর্ঘ নয় বছর বাবা মনসুর আলী ঢাকার মিরপুরে ওই বাসায় গিয়ে তার মেয়েকে চিনতে পারেন এবং মেয়ে বাবাকে চিনতে পারে। বাবা মেয়েকে ফিরে পেয়ে কৃতজ্ঞতা জানান ড. আলাউদ্দিন ও মধ্যনগর থানার ওসি নির্মল চন্দ্র দেব কে। মধ্যনগর থানার ওসি নির্মল চন্দ্র দেব বলেন, হারিয়ে যাওয়ার দীর্ঘ নয় পর বাবা মনসুর আলী তার মেয়েকে খোঁজে পাওয়ায় সে যেমন আনন্দিত হয়েছে। ঠিক তেমনি এমন একটি ভালো কাজের অংশীদার হতে পেরে আমরাও আনন্দিত।
বাংলাদেশ সময়: ১৯:১৬:৩০ ●
২১৯০ বার পঠিত
(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)