মধ্যনগরে বিট পুলিশিংয়ে আশ্বস্ত হয়ে ওয়ারেন্টভুক্ত আসামীদের আত্মসমর্পণ

Home Page » সারাদেশ » মধ্যনগরে বিট পুলিশিংয়ে আশ্বস্ত হয়ে ওয়ারেন্টভুক্ত আসামীদের আত্মসমর্পণ
রবিবার ● ২১ নভেম্বর ২০২১


মধ্যনগরে বিট পুলিশিংয়ে আশ্বস্ত হয়ে  ওয়ারেন্টভুক্ত আসামীদের আত্মসমর্পণস্টাফ রিপোর্টার :সুনামগঞ্জ জেলার মধ্যনগর থানার পুলিশের বিট পুলিশিংয়ে আশ্বস্ত হয়ে থানা পুলিশের কাছে দুইজন ওয়ারেন্টভুক্ত পলাতক দুইজন আসামী আত্নসমর্পণ করেছে।

রোববার সকাল ১০ টার দিকে মধ্যনগর থানা পুলিশের কাছে উপজেলার বংশীকুন্ডা (দঃ)  ইউনিয়নের রৌহা গ্রামের ওয়ারেন্টভুক্ত পলাতক আসামী হাবুল মিয়া (৪০) ও তার স্ত্রী জোছনা আক্তার (৩৫) বিট পুলিশিংয়ে আশ্বস্ত হয়ে আত্মসমর্পণ করেন।পরে তাদের আদালতে সোর্পদ করা হয়েছে।


মধ্যনগর থানার ওসি নির্মল চন্দ্র দেবের সাথে কথা বললে তিনি জানান, বিট পুলিশিংয়ে আশ্বস্ত হয়ে আজকে দুইজন পরোয়ানাভুক্ত পলাতক আসামী  আত্নসমর্পণ করেছে।আমরা  মধ্যনগর থানার প্রত্যেকটি ইউনিয়ন ওয়ার্ডে নিয়মিত বিট পুলিশিং সভা করে যাচ্ছি।  গ্রেফতারী পরোয়ানা ভূক্ত সহ নিয়মিত মামলার পলাতক আসামীরা স্বেচ্ছায় থানায় হাজির হয়ে আত্মসমর্পণ করলে তাদের আইনী অধিকার প্রাপ্তিতে সবধরনের   সহযোগিতা করা হবে।

বাংলাদেশ সময়: ২০:২৫:১৫ ● ৬৪৬ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ